ভারতের পাঁচটি জায়গা নিয়ে দেশের নাগরিকদের সতর্ক করল আমেরিকা। এই পাঁচটি জায়গায় যাওয়ার আগে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ১) জম্মু ও কাশ্মীর (লেহ্ এবং লাদাখ বাদে), ২) ভারত-পাকিস্তান সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা, ৩) মাওবাদী উপদ্রুত মধ্য এবং পূর্ব ভারতের একাংশ, ৪) মণিপুর, ৫) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য।
ভারতে আসার পর কী কী সাবধানতা মেনে চলতে হবে, তা আগেই দেশের নাগরিকদের জানিয়েছিল আমেরিকা। গত ১৬ জুন আমেরিকার বিদেশ দফতরের তরফে আরও কিছু বিষয় সংযোজিত করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সম্প্রতি সেটি প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে ধর্ষণ, সন্ত্রাসবাদী হামলা এবং যৌন নিপীড়নমূলক অপরাধের আশঙ্কা রয়েছে। এগুলির মধ্যে ধর্ষণকে ভারতের ‘সবচেয়ে বৃদ্ধি পাওয়া অপরাধ’ বলে অভিহিত করা হয়েছে। উপরিউক্ত পাঁচটি এলাকায় মহিলাদের একা না যাওয়ার অনুরোধ করেছে আমেরিকা। তা ছাড়া সবাইকেই ওই পাঁচটি এলাকায় যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
ভারতীয় নিয়মবিধি মেনে চলার বিষয়ে সাবধান করা হয়েছে নয়া নির্দেশিকায়। স্যাটেলাইট ফোনের মতো অবৈধ ইলেকট্রনিক সামগ্রী কিংবা ভিসার মেয়াদ ফুরোনোর পরেও ভারতে থাকার মতো কাজ এ়়ড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মভঙ্গ হলে ভারতে জরিমানা, গ্রেফতারির মতো শাস্তি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে। ভারতে বসবাসকারী আমেরিকার সরকারি কর্মচারীদের আগাম অনুমতি ব্যতীত পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ওড়িশার মতো রাজ্যগুলির রাজধানী ছাড়তে নিষেধ করা হয়েছে। নাগরিকদের উদ্দেশে ওয়াশিংটনের বার্তা, কোনও বিপদে ভারতের গ্রামীণ কিংবা বিপদসঙ্কুল এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব হবে না।