Advertisement
E-Paper

ভারত কিনলে আর কাউকে এফ-২১ যুদ্ধবিমান বেচবে না, জানাল মার্কিন সংস্থা

১১৪টি যুদ্ধবিমান কিনতে গত মাসে প্রারম্ভিক টেন্ডার ডাকে ভারতীয় বায়ুসেনা, যার আওতায় যুদ্ধবিমান সম্পর্কে প্রাথমিক তথ্য চাওয়া হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ২০:৩১
এই যুদ্ধবিমানই ভারতকে বেচতে চায় লকহিড মার্টিন সংস্থা। —ফাইল চিত্র।

এই যুদ্ধবিমানই ভারতকে বেচতে চায় লকহিড মার্টিন সংস্থা। —ফাইল চিত্র।

ভারতীয় বায়ুসেনার বরাত পেলে পৃথিবীর আর কোনও দেশকে এফ-২১ যুদ্ধবিমান বেচবে না বলে জানিয়ে দিল মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা লকহিড মার্টিন। ১১৪টি যুদ্ধবিমান কিনতে গত মাসে প্রারম্ভিক টেন্ডার ডাকে ভারতীয় বায়ুসেনা, যার আওতায় যুদ্ধবিমান সম্পর্কে প্রাথমিক তথ্য চাওয়া হয়। ১৮০০ কোটি মার্কিন ডলার মূল্যের ওই টেন্ডার পেতেই মরিয়া লকহিড মার্টিন। তাই সাফ জানিয়ে দিয়েছে, ভারতের কাছ থেকে ১১৪টি যুদ্ধবিমানের বরাত পেলে, বিশ্বের আর কোনও দেশকে এফ-২১ যুদ্ধবিমান বেচবে না তারা।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে ভারতে লকহিড মার্টিন সংস্থার স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল জানান, ‘‘ভারতের কাছ থেকে বরাত পেলে পৃথিবীর আর কোনও দেশকে ওই বিমান বা ওই বিমানের কোনও প্রযুক্তি বেচব না আমরা। আমাদের কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের চাহিদাকেও যথেষ্ট গুরুত্ব দিই আমরা। তাই এমন প্রতিশ্রুতি দিয়েছি।’’

তিনি আরও জানান, এফ-২১ যুদ্ধবিমান এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতের ৬০টি বায়ুসেনা ঘাঁটি থেকেই সেগুলি পরিচালনা করা যায়। এতে উন্নত প্রযুক্তির ম্যাট্রিক্স ইঞ্জিন এবং বৈদ্যুতিন যুদ্ধ প্রযুক্তি রয়েছে। শক্তিশালী অস্ত্র বহন করতেও সক্ষম এই যুদ্ধ বিমান।

আরও পড়ুন: ১ কোটি টাকা নিয়ে দিলীপ ঘোষের আপ্তসহায়ক ধৃত আসানসোলে​

সরকারি সূত্রে জানা গিয়েছে, বালাকোট অভিযানের পরে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিমান কেনার চুক্তি সেরে ফেলতে চাইছে ভারতীয় বায়ুসেনা, যাতে সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও আটোসাঁটো করা যায়। আর সেই প্রক্রিয়াতে সামিল হতে চেষ্টা করছে লকহিড মার্টিন সংস্থা। সূত্রের খবর, বরাত পেতে সবরকম চেষ্টা চালাচ্ছে তারা এবং সে কারণেই এ রকম প্রতিশ্রুতি দিয়েছে।

বিবেক লাল আরও জানান, ভারতকে শুধু যুদ্ধবিমান বেচাই নয়, এ দেশে টাটা গ্রুপকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে এফ-২১ উত্পাদনেও সাহায্য করবে তাঁদের সংস্থা, যা ভারতের সার্বিক সামরিক সরঞ্জাম উত্পাদনে সহায়তা করবে।

আরও পড়ুন: ভোট দিলেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ! মধ্যপ্রদেশে প্রচারে হাতিয়ার করলেন মোদী​

তবে ১১৪টি যুদ্ধবিমানের বরাত পেতে ম্যাকডনেল ডগলাস বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিয়োরিটি সংস্থার এফ/এ-১৮, দাসোঁর রাফাল, ইউরোফাইটার টাইফুন, রাশিয়ার মিগ ৩৫ এবং সাব গ্রিপেন-এর সঙ্গে প্রতিযোগিতা লকহিড মার্টিনের। ১১৪টি যুদ্ধবিমানের বরাত কে পায়, তা সময়ই বলবে।

Lockheed Martin F-21 Indian Air Force US Defence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy