প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর ‘অসামান্য ব্যক্তিগত বন্ধু’।
আজ নয়াদিল্লিতে এসে এ ভাবেই সম্পর্কের উষ্ণতা ফেরাতে তৎপর হলেন আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। ভারত-আমেরিকা সংঘাতময় কূটনীতির আবহে এ-ও জানালেন, 'আগামী সপ্তাহ এবং মাসে সেই বন্ধুত্ব বাড়বে'। অর্থাৎ শুল্ক সংক্রান্ত সংঘাতকে দূরে সরিয়ে বাণিজ্য চুক্তি সইয়ের পথ খোঁজা ত্বরান্বিত করছে চাইছে আমেরিকা, এমনই মনে করা হচ্ছে। আগামী ২৬ তারিখ মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যাওয়ার কথা ট্রাম্প এবং মোদীর। আজকের পর ইঙ্গিত,সেখানে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক হতে পারে তাঁদের।
আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণের ঠিক আগে কবে এবং কোন আমেরিকার রাষ্ট্রদূত ভারতে এসে দীর্ঘ সফরে শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে গিয়েছেন? উত্তর খুঁজতে হলেইতিহাস ঘাঁটতে হবে এবং দেখা যাবে বিষয়টি বিরলই।
কিন্তু আমেরিকার ব্যবস্থাপনা ও জনসম্পদ দফতরের উপসচিব মাইকেল জে রিগাসের সঙ্গে হবু রাষ্ট্রদূত গোর-এর ছ'দিনের ভারত সফরকে খুব আশ্চর্য বলে মনে হচ্ছে না কূটনৈতিক শিবিরের। বরং এটাই যেন স্বাভাবিক ছিল। ভারত-আমেরিকা সম্পর্কে গত কয়েক মাসে চূড়ান্ত টানাপড়েন চলেছে। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা তাতে নেতিবাচক ভাবে প্রভাবিত হয়েছে বলে মনে করা হচ্ছে। দু'পক্ষের সংঘাতকে মোলায়েম করতে এবং প্রাথমিক বাণিজ্য চুক্তিকে ত্বরান্বিত করতে গোর-এর এই আগাম নয়াদিল্লি সফর জরুরি বলেই মনে করছে কূটনৈতিক শিবির।
সম্প্রতি আমেরিকার সেনেট ভারতে রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগে ছাড়পত্র দিলেও আনুষ্ঠানিক ভাবে দায়িত্বগ্রহণ করেননি গোর। আজ সন্ধ্যায় তিনি বলেন, ‘‘ভারতে আসা আমার কাছে গৌরব এবং সম্মানের। একের পর এক দারুণ বৈঠক হয়েছে বিদেশসচিব বিক্রম মিস্রী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই মাত্র দুর্দান্ত বৈঠক করলাম। প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য-সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয়েছে। দুর্লভ খনিজের বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বে আগামী দিনগুলির জন্য আমি আশাবাদী।’’ এর পরই তাঁর বক্তব্য, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর ‘অসামান্য এক ব্যক্তিগত বন্ধু’। আমি দিল্লি রওনা হওয়ার আগে দু’জনের দুর্দান্ত ফোনালাপ হয়েছে। আগামী মাস এবং সপ্তাহ জুড়ে এই সম্পর্ক এগোতেই থাকবে।’’
নয়াদিল্লিতে এসেই প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন আমেরিকার দূত। গোরের সঙ্গে সাক্ষাতের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউস থেকে মোদী এবং ট্রাম্পের যৌথ বিবৃতি প্রকাশের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন গোর। ওই ছবি উপহার পাওয়ার মুহূর্তটি সমাজমাধ্যমে দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি নিশ্চিত (ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে) গোরের আমলে ভারত এবং আমেরিকার সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারি আরও মজবুত হবে।’
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁদের বৈঠকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘আজ (ভারতে) আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোর-এর সঙ্গে দিল্লিতে বৈঠক করলাম। ভারত-আমেরিকা সম্পর্ক এবং এর আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।’’ গোরকে ভারতে তাঁর নতুন দায়িত্বের জন্যও শুভেচ্ছা জানান জয়শঙ্কর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)