সমাজমাধ্যমে বন্ধুত্ব হয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রীর। তার পর থেকে নিয়মিত কথা হত যুবকের সঙ্গে। ছাত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাকে হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখনউয়ে।
লাইভ হিন্দুস্তান-এর প্রতিবেজন অনুযায়ী, দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তৃতীয় জন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, সমাজমাধ্যমে তাঁর মেয়ের সঙ্গে এক যুবকের পরিচয় হয়েছিল। তার পর থেকে ওই যুবকের সঙ্গে নিয়মিত কথা হত ছাত্রীর।
নির্যাতিতার মা একটি কারখানায় কাজ করেন। তাঁর অভিযোগ, ওই যুবক আগরা এক্সপ্রেসওয়ের কাছে থাকেন বলে কন্যাকে জানিয়েছিলেন। গত ১০ অক্টোবর রাত ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় ছাত্রী। অভিযোগ, ছাত্রীকে একটি হোটেলে নিয়ে যান তাঁর সমাজমাধ্যমের বন্ধু। তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর কন্যাকে হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। শুধু তা-ই নয়, ভিডিয়ো করা হয়। মারধরও করা হয়েছে বলে অভিযোগ। কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা। তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বুধবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় জন পলাতক।