আবার ‘এনকাউন্টার’ উত্তরপ্রদেশে। এ বার ঘটনাস্থল বুলন্দশহর। শুক্রবার সন্ধ্যায় এক ডাকাতদলকে ধরতে গিয়েছিল পুলিশ। দু’পক্ষের মধ্যে গুলির সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষে ওই ডাকাত দলের মাথা বিনোদ গাডেরিয়া নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
অনেক দিন ধরেই বিনোদের খোঁজ চালাচ্ছিল নয়ডা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শুক্রবার সন্ধ্যায় তারা খবর পায় বুলন্দশহরে একটি ডাকাত দল জড়ো হয়েছে। সেই খবর পেয়েই সেখানে অভিযানে যান পুলিশ। এসটিএফ সূত্রে জানানো হয়েছে, পুরো প্রস্তুতি নিয়েই ডাকাতদলটির বিরুদ্ধে অভিযানে নামা হয়েছিল। পুলিশকে দেখেই ডাকাত দলটি প্রথমে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা।
আরও পড়ুন:
দলে কত জন ডাকাত ছিল সে বিষয়ে অবশ্য পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। তবে গুলির সংঘর্ষে আহত হন বিনোদ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এসটিএফ সূত্রে খবর, বিনোদের মাথার দাম ছিল এক লক্ষ টাকা। ২০২৪ সালে মুজফ্ফরনগরে ছ’টি ডাকাতির ঘটনায় পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিলেন। মুজফ্ফরনগর ছাড়াও শামলি এবং বাগপতে ৪০টিরও বেশি ডাকাতি, খুন, অপহরণের মামলা রয়েছে বিনোদের বিরুদ্ধে। ২০০৬ সাল থেকে অপরাধের দুনিয়ায় প্রবেশ বিনোদের। ২০১২ সালে মুজফ্ফরনগরের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছর জেল খেটেছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে আবার ডাকাতি, খুন এবং অপহরণ শুরু করেছিলেন।
জুনের গোড়ার দিকে লখনউয়ে শিশুকে ধর্ষণে অভিযুক্তকে গুলি করে মারে পুলিশ। তার কয়েক দিন পরে আবারও লখনউয়ে শিশুধর্ষণে আরও এক অভিযুক্তের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অভিযুক্তের।