Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Black Fungus

Black Fungus: ব্ল্যাক ফাঙ্গাস-কে মহামারি ঘোষণা করল উত্তরাখণ্ড

শনিবার পর্যন্ত রাজ্যে ৬৪ জনের সংক্রমণের খবর সামনে এসেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ২২ মে ২০২১ ২১:০৯
Share: Save:

গুজরাত, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং রাজস্থানের পর এ বার উত্তরাখণ্ডও ব্ল্যাক ফাঙ্গাস-কে মহামারি হিসেবে ঘোষণা করল।

বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস-এর সংক্রমণ বাড়তে থাকায় গত ২০ মে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সঙ্গে এই রোগকে মহামারি আইনের অধীনে আনার জন্য রাজ্যগুলিকেও বলেছে তারা।

উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব পঙ্কজ কুমার পাণ্ডে শনিবার জনিয়েছেন, রাজ্যে এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় ব্ল্যাক ফাঙ্গাস-কে মহামারি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা মেনেই ১৮৯৭ সালের মহামারি আইনের অধীনে আনা হয়েছে এই রোগকে।

শনিবার পর্যন্ত রাজ্যে ৬৪ জনের সংক্রমণের খবর সামনে এসেছে। তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাণ্ডে বলেন, “কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পরই এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এটা খুব উদ্বেগের বিষয়।”

এই রোগের চিকিৎসার জন্য অ্যাম্ফোটেরিসিন বি ওষুধের সরবরাহ যাতে অব্যাহত থাকে, তার জন্য বেশ কয়েকটি নির্দেশিকাও তৈরি করেছে উত্তরাখণ্ড সরকার। গোটা বিষয়টি দেখার জন্য দু’জন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttarakhand Black Fungus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE