ক্ষতিপূরণ মানে শুধু আর্থিক ত্রাণ নয়, সামাজিক ন্যায়বিচারের প্রতীক—উত্তরাখণ্ড হাই কোর্ট এই পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে। একটি পথ দুর্ঘটনায় নিহতের পরিবারকে নৈনিতাল জেলা আদালত প্রায় ৫৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে। যে অঙ্ক ‘অত্যন্ত বেশি’ বলে দাবি করে হাই কোর্টে গিয়েছিল বিমা সংস্থা। বিচারপতি অলোক মেহরার বেঞ্চ জানিয়েছে, অঙ্কটি যথাযথ।
গত বছর নভেম্বরে নৈনিতালের মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইবুনাল ৫৩.৯৩ লক্ষ টাকা ছ’শতাংশ সুদ-সহ নিহতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। হাই কোর্ট উল্লেখ করেছে, ভালবাসা, স্নেহ এবং পারিবারিক জোরের জায়গায় যে ক্ষতি হয়েছে, ট্রাইবুনালের ওই সিদ্ধান্ত সেই ক্ষেত্রে আইনি দিক থেকে নির্ভুল এবং ভারসাম্য রেখেই দেওয়া হয়েছে। গাড়ি দুর্ঘটনার ক্ষতিপূরণ মামলায় কোর্টের দৃষ্টিভঙ্গি উদার এবং মানবিক হওয়ার বিষয়ে জোর দিয়েছেন বিচারপতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)