নিজের চার বছরের ছেলেকে ধাক্কা মেরে হত্যা করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের দইওয়ালা থানা এলাকার বুল্লাওয়ালা গ্রামে। ধৃত মহিলার নাম প্রিয়া। মৃত শিশুর বাবা রাহুল কুমার থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন রাহুল। বিয়ের পর থেকেই খুব সামান্য বিষয় নিয়েও চার বছরের সৎ-ছেলের উপর অমানবিক অত্যাচার করতেন ধৃত। মৃতের বাবা জানান, এ দিন তাঁর ছেলের উপর রেগে গিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। আকসস্মিক এই ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয় যায় তাঁর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
পুলিশি জেরার মুখে ধৃত স্বীকার করেছে যে সে রাগের বশে তাঁর ছেলেকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
দইওয়ালা থানায়, ভারতীয় ন্যয় সংহিতার ১০০-১০৫ ধারা, ‘অনিচ্ছাকৃত হত্যা’ মামলা দায়ের করা হয়েছে ধৃতর বিরুদ্ধে।