Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal

সব রাজ্যকে বিনামূল্যে টিকা দিতে হবে, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ

মমতা সরকারের দাবি, টিকা সংক্রান্ত নীতিতে বদল আনতে হবে। প্রতিষেধকের জোগান বাড়াতেও দ্রুত কেন্দ্রের পদক্ষেপ চাই।

দেশ জুড়ে টিকাকরণ

দেশ জুড়ে টিকাকরণ ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৮:৩৬
Share: Save:

অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশে টিকাকরণের জন্য একটি মাত্র নীতি নিয়েই এগোনো উচিত। প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে টিকা দিতে হবে, এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন দুই টিকা প্রস্তুতকারক সংস্থা প্রতিষেধকের দাম ঘোষণা করেছিল। যা নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়। বিরোধীদের চাপে তারা টিকার দাম কমাতে বাধ্য হলেও বিতর্ক থামেনি। এ দিন সেই বিতর্ক উস্কে দিয়েই শীর্ষ আদালতে মমতার সরকারের দাবি, টিকা সংক্রান্ত নীতি বদলাতে হবে কেন্দ্রকে। রাজ্য এবং বেসরকারি হাসপাতালকে কেন ভিন্ন দামে টিকা বেচা হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বাংলার সরকারের বক্তব্য, ‘দেশে টিকার জোগান বাড়াতে কেন্দ্রকে শীঘ্র পদক্ষেপ করতে হবে। শুধু তাই নয়, সব রাজ্যে বিনামূল্যে টিকা পৌঁছে দিতে হবে’। এ দিন শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকেই টিকাকরণ সংক্রান্ত বিষয়ে শুনানি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Supreme Court of India Centre Vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE