বন্দে ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত ৪৪টি ট্রেন ২০২২-এর মধ্যে আদৌ শুরু করা যাবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মঙ্গলবার রেল মন্ত্রক জানিয়েছে, একটি নয়, দেশের তিনটি রেল কারখানায় বন্দে ভারত ট্রেন তৈরি শুরু করা হচ্ছে। তিন বছরের মধ্যেই সে কাজ সম্পূর্ণ করা যাবে বলে আশা করা হচ্ছে।
গত বছর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেছিলেন। তার পরে দিল্লি-কাটরা বন্দে ভারতও চালু হয়েছে। সেই দু’টি ট্রেনই তৈরি হয়েছিল চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। মঙ্গলবার রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানালেন, চেন্নাইয়ের ওই কারখানার পাশাপাশি এ বার রায় বরেলীর মডার্ন কোচ ফ্যক্টরি এবং কাপুরথালার রেলওয়ে কোচ ফ্যাক্টরি থেকেও বন্দে ভারত ট্রেন তৈরি শুরু হবে। তাঁর কথায়, ‘‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই ৪৪টি ট্রেন তৈরি হয়ে যাবে।’’ ১৪ জুলাই চেন্নাইয়ের কারখানার তরফে রেলওয়ে বোর্ডকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, ৪৪টি ট্রেন তৈরি হতে ৭৮ মাস সময় লাগবে। যাদব এ প্রসঙ্গে বলেন, এটা রেলের ভিতরকার নিজস্ব আলোচনার বিষয়। এখন যেহেতু তিনটি কারখানায় কাজ হবে, ফলও মিলবে তাড়াতাড়ি।