মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের মধ্যে তাঁর উপরে প্রচারের আলো অনেক দিনই আর বিশেষ পড়ে না। ওই রাজ্যের পীলীভিতের সাংসদ হলেও লোকসভায় তেমন সক্রিয় দেখা যায় না তাঁকে। মাঝেমধ্যেই জল্পনা শোনা যায়, বিজেপি ছেড়ে নাকি কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। এখনও কংগ্রেসে না গেলেও, নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ায় তিনি ক্ষুব্ধ বলেও গুঞ্জন। যিনি এই যাবতীয় জল্পনা আর গুঞ্জনের কেন্দ্রে, সেই বরুণ গাঁধী এ বার কৃষকদের দাবিদাওয়া নিয়ে চিঠি লিখলেন যোগী আদিত্যনাথকে।
সপ্তাহ খানেক আগেই বরুণ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেছিলেন, চাষিদের যন্ত্রণা, তাঁদের অবস্থান বুঝতে হবে। মুজফ্ফরপুরে কিসান মহাপঞ্চায়েতের দিন প্রতিবাদী চাষিদের এই ইতিবাচক বার্তা দেওয়ার পরে আজ, রবিবার আবার বরুণ যোগীকে চিঠি লিখে দাবি জানিয়েছেন, আখচাষিদের কথা ভেবে আখের দাম বাড়ানো হোক।
সম্প্রতি মোদী সরকার আখের সহায়কমূল্য বাড়ানোর কথা ঘোষণা করেছে। কেন্দ্রের ঘোষিত দামের থেকে উত্তরপ্রদেশে আখের দর এখনও বেশি। কিন্তু তিন বছর ধরে তা ৩১৫ টাকা প্রতি কুইন্টালেই আটকে রয়েছে। বরুণ দাবি তুলেছেন, আখের দাম বাড়িয়ে ৪০০ টাকা করা হোক। মিটিয়ে দেওয়া হোক আখচাষিদের বকেয়াও। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ‘রাজনৈতিক মহড়া’ শুরু হয়ে যাওয়ার পরে এই চিঠিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।