ললিত মোদী-বিতর্কে নয়া মোড়! বিদেশমন্ত্রীর পর এ বার নাম জড়াল রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ারও। ললিত মোদীর অভিবাসন সংক্রান্ত আবেদনপত্রে গোপনে সাক্ষী হতে রাজি হয়েছিলেন সিন্ধিয়া। মঙ্গলবার এই দাবি করে নথিপত্র প্রকাশ করেছে মোদীর জনসংযোগকারী দল। তাদের দাবি, বিষয়টি গোপন থাকবে এই শর্তে সিন্ধিয়া তাতে সায় দিয়েছিলেন। যদিও এ দিন সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি সিন্ধিয়া।
গোটা বিষয়টির সমর্থনে ওই জনসংযোগকারী দলের তরফে তিন পাতার একটি নোট প্রকাশ করা হয়েছে। নোটে বলা হয়েছে, ২০১১ সালে প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদীর ব্রিটেন যাত্রা সমর্থন করে সাক্ষী হয়েছিলেন রাজস্থানের তৎকালীন বিরোধী নেত্রী বিজেপি-র বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তবে সিন্ধিয়ার শর্ত ছিল, এ ক্ষেত্রে তাঁর নাম যেন কোনও ভাবেই প্রকাশ্যে না আসে। ২০১১ সালের ১৮ অগস্টের ওই নোটে বসুন্ধরার হলফনামা থাকলেও তা স্বাক্ষরিত নয় এবং আরও গুরুত্বপূর্ণ, সেটি অসমাপ্ত। স্বভাবতই এই নথির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে প্রকাশ্যে চুপ থাকলেও ঘনিষ্ঠমহলে এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং বসুন্ধরা। কিন্তু, তাতে দমেননি বিরোধীরা। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-সহ প্রধানমন্ত্রীকে আক্রমণের পর এ বার তাদের নিশানা বসুন্ধরা। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেন, “বসুন্ধরা রাজে এমন বোকার মতো কাজ করবেন তা কখনও আশা করিনি।”