ঘরে ঢুকে বসে থাকাই নয়, রীতিমতো বংশবিস্তার শুরু করেছিল একটি বিষধর সাপ। শুক্রবার তামিলনাড়ুর কোয়মবত্তুর জেলার ঘটনা। ঘর থেকে বিষধর সাপ ও তার ৩৫টি বাচ্চা উদ্ধার করা হয়। পরে সেগুলিকে তাদের আসল বাসস্থানে রেখে আসা হয়েছে।
কোয়মবত্তুরের কোভিমেদু এলাকার বাসিন্দা মনোহরণ। শুক্রবার তিনি দেখেন, তাঁদের ঘরের বাথরুমে বসে রয়েছে একটি সাপ। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন। খবর দেওয়া হয় মুরলি নামে স্থানীয় এক সাপ ধরায় দক্ষ ব্যক্তিকে। মুরলি সাপ ধরতে বাথরুমে ঢুকে যান।
সাপটিকে ধরে একটি চটের থলেতে ঢুকিয়ে দেন। যখন তিনি ভাবছিলেন কাজ শেষ হয়ে গিয়েছে, এবার সাপটিকে জঙ্গলে ছেড়ে দিলেই হল। ঠিক তখনই দেখেন, এ সাপ একা নয়, এর সাঙ্গপাঙ্গও রয়েছে। বড় সাপটির চটের থলে একটি গাছের গোড়ায় রেখে ফের বাথরুমে ফিরে আসেন মুরলি।