আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে উভয় কক্ষের সাংসদদের বাধ্যতামূলক ভাবে ৬-৯ সেপ্টেম্বর দিল্লিতে থাকার নির্দেশ দিলেন বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রশিক্ষণ ছাড়াও দল ভবিষ্যতে কোন পথে এগোবে, তা নিয়েও ওই তিন দিনের বৈঠকে সবিস্তার আলোচনাহওয়ার কথা।
শারীরিক অসুস্থতার কারণে বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎই ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর উত্তরসূরি প্রশ্নে জল্পনা অব্যাহত। সূত্রের মতে, দৌড়ে রাজনাথ সিংহ ছাড়াও একাধিক রাজ্যপাল রয়েছেন। জল্পনা রয়েছে তরণজিৎ সান্ধু, হর্ষবর্ধন শ্রিংলার মতো প্রাক্তন আমলাদেরনাম নিয়েও।
উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা প্রথম ও দ্বিতীয় পছন্দের ব্যক্তিকে ভোট দেন। প্রার্থীদের প্রাপ্ত প্রথম পছন্দের ভোট এক হলে, সে ক্ষেত্রে দ্বিতীয় পছন্দের ভোট গোনা হয়। সেই ভোটের সময়ে সংশয় এড়ানো ছাড়াও সামনে বিহার-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে দলের রণকৌশল কী হবে, কোন বিষয়গুলি নিয়ে প্রচার চলবে, তা নিয়েও বিজেপির বৈঠকে আলোচনা হবে।
গত কাল তাঁর ডাকা নৈশভোজে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও ইন্ডিয়া মঞ্চের শরিকদের সঙ্গে কথা বলেন। সূ্ত্রের মতে, সরকার কোনও নাম জানিয়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করে কি না, তা দেখার পক্ষপাতী কংগ্রেস। খড়্গে জানান, সরকার যোগাযোগ না করলে শরিক দলগুলির সঙ্গে কথা বলে প্রার্থীর নাম ঘোষণা করেবে ইন্ডিয়া। তাই ১৭-১৮ অগস্ট বৈঠক ডাকা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)