পাঁজরে বিঁধে রয়েছে দুটো ছুরি। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। রাস্তায় পড়ে ছটফট করছেন যুবক। একটু জলের জন্য কাতর আকুতি জানাচ্ছেন তিনি। কিন্তু মৃত্যপথযাত্রী যুবকের সাহায্যে এগিয়ে আসা তো দূরের কথা, ঘটনার ভিডিও তুলতেই ব্যস্ত থাকলেন পথচলতি মানুষ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায়। বুধবার হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: কুপ্রস্তাবে ‘না’, দিনদুপুরের ব্যস্ত রাস্তায় কিশোরীর হাত কাটল যুবক!
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম আকবর আলি। গত মঙ্গলবার ব্যস্ত রাস্তার মাঝেই তাঁকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তাঁর পাঁজরে বিঁধে যায় দুটো ছুরি। রাস্তায় লুটিয়ে পড়েন আকবর। যন্ত্রণায় ছটফট করতে করতে সাহায্যের জন্য আর্জি জানাতে থাকেন তিনি। পথচারীদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসে ঘটনার ভিডিও তুলতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, এই রকম দু’টি ভিডিও এ দিন পুলিশের হাতে এসেছে। তাতে দেখা গিয়েছে, পথচারীদের নিজের বাড়ির ঠিকানাও জানিয়েছিলেন আকবর। তাঁর ভাই নাজারে ইমাম জানিয়েছেন, এক জন সহৃদয় মহিলা তাঁর ভাইকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তিনি তখন তাঁর মেয়েকে স্কুলে পৌঁছতে যাচ্ছিলেন। ইমামের দাবি, ওই মহিলাকেও হামলার মুখে পড়তে হয়েছে। ইমামের কথায়, ‘‘শেষ নিঃশ্বাস অবধি লড়েছিল আমার ভাই। একটা ছুরি সে পাঁজর থেকে বার করতে পারে। কিন্তু অন্যটি আর পারেনি।’’