আন্দোলন ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের গোলা ছোড়া পুলিশকেই হাসিমুখে পাত পেড়ে খাওয়ালেন প্রতিবাদী কৃষকেরা। ঠান্ডায় জল-কামানের সামনে দাঁড়াতে হওয়ার কষ্টকর অভিজ্ঞতা সত্ত্বেও ডিউটিরত পুলিশের দিকে এগিয়ে দিলেন পানীয় জল। মুহূর্তে তার ছবি আর ভিডিয়ো ‘ভাইরাল’ হল সোশ্যাল মিডিয়ায়।
তেমনই একটি ছবি তুলে ধরে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির টুইট, “আন্দোলনকে দমিয়ে দিতে যে বাহিনী মোতায়েন করা হয়েছে, খাবার দেওয়া হচ্ছে তাদেরই। প্রধানমন্ত্রী মোদী দেখে রাখুন, প্রকৃত ভারত জাগছে। যে অন্নদাতারা আমাদের বাঁচিয়ে রাখেন, তাঁদের কথা মন দিয়ে শুনুন।”
আন্দোলনের মানবিক মুখের ছবি বার বার ধরা পড়ছিল গত দু’দিনে। কখনও মিছিলে হাঁটা কৃষকদের জন্য লঙ্গর খুলে দিয়েছে গুরুদ্বার, তো কোথাও পথের পাশে বসেই গরম রুটি-তরকারি তৈরি করে খাইয়েছেন স্থানীয় মানুষ। এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে আন্দোলন রুখতে মোতায়েন হওয়া বাহিনীর প্রতি চাষিদের ব্যবহার।