কেরলের এক মহিলা নিজেকে গায়িকা অনুরাধা পড়োয়ালের মেয়ে বলে দাবি করলেন। শুধু দাবি করাই নয়, অনুরাধা পড়োয়ালের কাছে বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দাবি করে মামলাও দায়ের করেছেন ওই মহিলা।
কেরলের তিরুঅনন্তপুরমে জেলা পারিবারিক আদালতে বছর পঁয়তাল্লিশের কারমালা মডেক্স নামে এক মহিলা ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন। মামলা করছেন অনুরাধা পড়োয়াল ও তাঁর স্বামী অরুণ পড়োয়ালের বিরুদ্ধে।
কারমালা দাবি করেছেন, অনুরাধা ও অরুণ তাঁর বায়োলজিক্যাল মা-বাবা। কারমালার যখন বয়স মাত্র চার দিন, তখন নাকি তাঁরা পোন্নাচান (পালক বাবা) ও অ্যাগনেস (পালক মা)-কে দিয়ে দেন। তখন নাকি অনুরাধা এবং তাঁরা স্বামী এতটাই ব্যস্ত ছিলেন যে তাঁরা ওই শিশুকে মানুষ করতে পারবেন না বলে জানান।