পয়লা জানুয়ারি থেকেই বুকিং শুরু হয়ে গিয়েছে ‘জাওয়া পেরাক’-এর। এপ্রিলে ডেলিভারি দেওয়া হবে এই লিমিটেড এডিসন বাইকের। ভারতীয় উপমহাদেশে এই বাইক তৈরি ও বিক্রি করছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কোম্পানি। তাদের তরফে এর স্পেশিফিকেশন, দাম প্রকাশ করা হয়েছে।
জাওয়া পেরাক একটি ‘ববার’ বাইক। এই ধরনের বাইকে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত কোনও অক্সেসরিজ থাকে না। সিম্পল, রেট্রো (পুরনো) লুকের হয় বাইকগুলি। বিশ্বজুড়ে বিশাল সংখ্যক বাইকারদের প্রথম পছন্দ ববার।
২২ বছর আগে ভারতে বিক্রি বন্ধ হয়ে যায় জাওয়া-র। তার আগে বলিউডের সিনেমাতে আকছার দেখা যেত জাওয়াকে। শাহরুখ খান-কেও জওয়ায় চেপে পোজ দিতে দেখা গিয়েছে। ২০১৬ সালে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ভারতীয় উপমহাদেশে এই বাইক তৈরি ও বিক্রির লাইসেন্স নেয়। ২০১৮ সালের আনন্দ মহিন্দ্রা তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে জাওয়া নিয়ে একটি পোস্ট করেন। যা দেখে নস্টালজিক হয়ে পড়া শাহরুখ খান সেই পোস্ট রিটুইটও করেন। ওই বছর নতুন দুটি বাইক লঞ্চ করে ফের ভারতে পথ চলা শুরু করে জাওয়া। তারপর আবার ২০২০তে আসতে চলেছে জাওয়া পেরাক।