মুম্বইয়ের কটন গ্রিন রেল স্টেশনে তাঁর ফোন চুরি গিয়েছিল। ট্রেন থেকে এক পকেটমারফোন নিয়ে পালিয়ে যায়। ফোন কোথায় আছে,তা বুঝতেই ফোন করা হয়। কিন্তু যখন সেই ফোনরিসিভ হল, চমকে গেলেন ফোনের মালিক।
অন্যদিনের মতোই মুম্বইয়ের ভাসি থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসগামী একটি ট্রেনে ওঠেন বছর ছত্রিশের চিরাগ গুপ্ত। চিরাগ ঘাটকোপরের বাসিন্দা। সারাদিন কাজের পর সন্ধ্যায় ট্রেনে সিট পেয়ে বসে যান। কিছুটা ঝিমুনি এসে গিয়েছিল। সেই সুযোগে এক পকেটমার, ট্রাউজার্সের পকেট কেটে প্রায় ৫০ হাজার টাকার ফোন নিয়ে পালায়।
ট্রেন বডালা ঢোকার আগে তিনি খেয়াল করেন, পকেট কাটা, ফোন নেই। সঙ্গে সঙ্গে বডালায় নেমে যান। রেলপুলিশের কাছে অভিযোগ জানান। চিরাগ কর্তব্যরত রেলপুলিশ কর্মীকে অনুরোধ করেন তাঁর মোবাইলে ফোন করতে। কয়েকবার রিং হওয়ার পর এক ব্যক্তি ফোন তোলেন। যিনি তুললেন, তিনি একজন কনস্টেবল।