Advertisement
২০ এপ্রিল ২০২৪
Viral

গাছ বাঁচাতে সরাসরি ‘ভগবানের সাহায্য’ নিলেন উত্তরপ্রদেশের পরিবেশকর্মী

পরাগদত্ত জানিয়েছেন, এলাকার মানুষ জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষার বিষয়ে অনেক সচেতন হয়েছেন। আর গাছে এভাবে দেবদেবীর ছবি এঁকে দেওয়ায় তাঁরা এখন আর গাছ কাটার কথা ভাবেনই না।

গাছে গদা ডমকু আঁকছেন পরাগদত্ত। ছবি: টুইটার থেকে নেওয়া।

গাছে গদা ডমকু আঁকছেন পরাগদত্ত। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
গোন্ডা, উত্তরপ্রদেশ শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১০:৪৮
Share: Save:

সরাসরি ‘ভগবানের’ সাহায্যে গাছ বাঁচানোর লড়াইয়ে নেমেছেন উত্তরপ্রদেশের একপরিবেশ কর্মী। আর ‘ভগবান’ সঙ্গে থাকলে কে কবে কোন লড়াইয়ে হেরেছেন! গোন্ডার পরিবেশকর্মী পারাগদত্ত মিশ্র এভাবেই বাঁচাচ্ছেন কয়েকশো গাছ। মানুষ আর সেই সব গাছ কাটার কথা ভাবতেই পারেন না।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরাগদত্ত এক হাজারের উপর গাছে হিন্দু দেবতাদের প্রতীক এঁকে দিয়েছেন, যাতে এলাকার মানুষ গাছগুলি না কেটে ফেলেন। আর এতে কাজও হচ্ছে।

সংবাদমাধ্যমকে পরাগদত্ত জানিয়েছেন, এলাকার মানুষ জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষার বিষয়ে অনেক সচেতন হয়েছেন। আর গাছে এভাবে দেবতাদের ছবি এঁকে দেওয়ায় তাঁরা এখন আর গাছ কাটার কথা ভাবেনই না।

পরাগদত্ত এখন বাড়ি থেকে বেরলেই সঙ্গে রং, তুলি রাখেন। যেখানেই রাস্তার ধারে বড় কোনও গাছ দেখেন, তাতেই ‘গদা’ ও ‘ডমরু’ এঁকে দেন। গদা হনুমানের প্রতীক আর ডমরু শিবের প্রতীক।

গাছে গাছে ভগবানের প্রতীক আঁকার এই খরচ তিনি নিজের পকেট থেকেই দেন।কিছুদিন আগেই এই এলাকায় উন্নয়ন-সহ বিভিন্ন কাজে যথেচ্ছ গাছ কাটা হত। কিন্তু এখন ভগবানের প্রতীক আঁকার ফলে তা কমেছে বলে দাবি করেছেন পরাগদত্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Uttar Pradesh God Tree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE