শীতের মরসুমে মাফলার জড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে দেখতে অভ্যস্ত দেশবাসী। নেটিজেনরা তাঁকে ‘মাফলারম্যান’ বলেও ডেকে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন তাঁর মাফলার নিয়ে প্রশ্ন করেছিলেন। বুদ্ধিমত্তার সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়ে নেটিদুনিয়ার হৃদয় জিতেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
বুধবার কেজরীবালকে ওই টুইটার ব্যবহারকারী লিখেছিলেন, ‘ইস বার মাফলার নেহি আয়া বাহার অভি তক? ঠাণ্ডা ভি বহুত হ্যায়...জনতা পুছ রাহি হ্যায় স্যর’। অর্থাৎ ভালই ঠাণ্ডা পড়েছে, কিন্তু এখনও আপনার মাফলার বেরলো না? জনগণ জানতে চাইছে।
এই প্রশ্নের জবাব দিয়েছেন আমআদমি পার্টির নেতা। উত্তরে তিনি লিখেছেন, ‘‘অনেক আগেই মাফলার বেরিয়েছে। লোকজন হয়ত খেয়াল করেননি।’’ তবে শুধু এই উত্তর দিয়েই থেমে যাননি কেজরী। দিল্লির প্রবল ঠাণ্ডা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সকলকে। দেখুন সেই টুইট—
मफ़्लर बहुत पहले निकल चुका है। आप लोगों ने ध्यान नहीं दिया। ठंड बहुत ज़्यादा है। सब लोग अपना ख्याल रखें। 😊 https://t.co/XUEeZe7wt0
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 25, 2019
আরও পড়ুন: শ্লীলতাহানির মামলা থেকে মুক্তি পেতে মেয়ে সেজে আদালতে!
আরও পড়ুন: যৌন নির্যাতন করতেন বান্ধবীর বাবা, চোখে আঠা ঢেলে গলার নলি কেটে দিলেন যুবতী