ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছে গোটা বিশ্ব। যে যার মতো করে শামিল হচ্ছেন এই উৎসবে। গোয়া পুলিশও এই আবহেই উদ্যোগী হয়েছে । সেই উদ্যোগের মাধ্যমে তাঁরা সচেতনতা ছড়াচ্ছেন ট্রাফিক আইন নিয়ে।
গোয়ার রাস্তার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সান্তাকে। সান্তা ক্লজ সেজেছে সেখানকার ট্রাফিক পুলিশ। তাঁদের হাতে রয়েছে পোস্টার। সেই পোস্টারের মাধ্যমে তাঁরা বোঝাচ্ছেন হেলমেট পরার প্রয়োজনীয়তা। পাশাপাশি কেউ ট্রাফিক আইন ভাঙলে তাঁকে গিয়ে ধরিয়ে দিচ্ছেন না জরিমানার চালান। বদলে, মনে করিয়ে দিচ্ছেন ট্রাফিকের নিয়মাবলী। সব কিছু বুঝিয়ে খাওয়াচ্ছেন মিষ্টিও।
এই ঘটনার ছবি মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত। তার পরই গোয়া পুলিশের প্রশংসায় মুখর নেটদুনিয়া। দেখুন সেই পোস্ট—
Christmas is here. #Goa Traffic Cops turn 🎅, penalize traffic violators by offering them sweets. pic.twitter.com/lkoDU1hpXi
— CMO Goa (@goacm) December 24, 2019