হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচাতে চিড়িয়াখানার পশুদের জন্য বিশেষ ব্যবস্থা। অসমের গুয়াহাটির চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা দেখা গেল বাঘের খাঁচার সামনে। শুধু বাঘ নয়, সিংহ, হরিণদের জন্যও উষ্ণতার বন্দোবস্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা এএনআই বছরের শেষ দিনে কয়েকটি ছবি টুইট করেছে। সেখানে দেখা যাচ্ছে, বাঘের খাঁচার সামনে রাখা রয়েছে একটি হিটার। অন্য আর একটি বাঘের খাঁচার সামনেও হিটার রাখা হয়েছে।
এএনআই জানিয়েছে, বাঘ, সিংহ, হরিণের খাঁচার সামনে হিটারের ব্যবস্থা করা হয়েছে। তবে হরিণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। হরিণদের খাঁচার ভিতর খড়ের তৈরি একটি তোষকের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা পশুদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে সাহায্য করে বলে জানিয়েছেন অসম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেনের আধিকারিক প্রবীণ।
আরও পড়ুন: এই শীতে মস্কোর রাস্তায় টন টন কৃত্রিম বরফ প্রশাসন ঢালছে!
দেখুন এএনআই-এর টুইট:
Assam: Special arrangements have been made at Assam State Zoo Cum Botanical Garden in Guwahati in view of cold weather. Heater facilities in enclosure for tigers and lions, and paddy straw for deer & other animals have been put in place. pic.twitter.com/1sUj8uo5Od
— ANI (@ANI) December 30, 2019