নাগাল্যান্ডের রাজধানীতে চলছিল ‘মিস কোহিমা প্যাজেন্ট’। প্রতিযোগিতায় চলছিল প্রশ্নোত্তর পর্ব। এক বিচারক প্রতিযোগী ভিকুওনুও সাচুকে (১৮) প্রশ্ন করেন, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করার সুযোগ পান, আপনি তাঁকে কী বলবেন? ভিকুওনুও বলেন, “যদি আমি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার আমন্ত্রণ পাই, তবে আমি তাঁকে বলব, গরুদের থেকে নারীদের দিকে বেশি নজর দিন।”
পাঁচ অক্টোবর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক ও প্রতিযোগীর এই প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। সেখানে ভিকুওনুও সাচুকে এই মন্তব্য করতে শোনা গিয়েছে।
সাচুর এই উত্তর শুনে হাততালিতে ফেটে পড়ে গোটা হল। ভিডিয়ো দেখেই সেটি বোঝা যাচ্ছে। ১৪ অক্টোবর পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ৯৫ লক্ষ বার দেখা হয়েছে। সেই সঙ্গে চলছে লাইক শেয়ার ও কমেন্ট।