ফটোগ্রাফি নিয়ে উদ্ধবের আগ্রহের কথা অজানা নয়। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর তোলা দু’টি ছবি পোস্ট করেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৫:০০
মহারাষ্ট্রের মুখ্যামন্ত্রী উদ্ধব ঠাকরে। ছবি টুইটার থেকে সংগৃহীত।
যিনি রাঁধেন, তিনি যে খুব ভাল চুলও বাঁধেন, তার সাম্প্রতিকতম উদাহরণ হয়ে রইলেন উদ্ধব ঠাকরে। বহু দর কষাকষির পর তিনি এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কিন্তু রাজনীতিবিদের বাইরেও তাঁর একটা পরিচয় আছে। তিনি একজন ভাল ফোটোগ্রাফারও।
ফটোগ্রাফি নিয়ে উদ্ধবের আগ্রহের কথা অজানা নয়। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর তোলা দু’টি ছবি পোস্ট করেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। তার পরই ফোটোগ্রাফিতে তাঁর মুন্সিয়ানা নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সেই ছবি দু’টি পোস্ট করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আইফোনে তোলা।’ নিজের আইফোনে মূলত প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, ফুলের মধ্যে সূর্যের আলো যেন খেলা করছে। অপর ছবিটি তুলে ধরেছে অস্তমিত সূর্যকে।
সেই ছবি পোস্ট করার একদিন না পেরোতেই পড়েছে ১৫ হাজারেরও বেশি লাইক। মুখ্যমন্ত্রীর এই প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ফ্যানরা। দেখুন সেই ছবি—