অ্যাপক্যাবের যুগেও ট্যাক্সি বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই কলকাতার হলুদ অ্যাম্বাসাডর বা মুম্বইয়ের কালো-হলুদ প্রিমিয়ার পদ্মিনীর কথা। কিন্তু ধরুন আপনি কেরল বেড়াতে গিয়ে বিমানবন্দর বা রেলস্টেশনে নামলেন। আর আপনার সামনে এসে দাঁড়ল একটি রোলস রয়েস। হ্যাঁ এটাই আপনার ট্যাক্সি। আর সেটাও সোনালি রঙের রোলস রয়েস ফ্যান্টম! ভাবছেন গল্পঅথবা স্বপ্ন? না এটাই বাস্তব।
সম্প্রতি একটি সোনালি রোলস রয়েস ফ্যান্টমকে এমনই ট্যাক্সির সাজে দেখা গেল। তাতেকেরলের রেজিস্ট্রেশন নম্বর-সহ রোলস রয়েসটিতে ট্যাক্সি স্টিকারও লাগানো আছে। নম্বর প্লেটটিও হলুদ রঙের। আমাদের দেশে ব্যবসায়ীক কাজে ব্যবহার হলে কোনও গাড়ির রেজিস্ট্রেশন প্লেট যেমন হয়।
ছবিটি পোস্ট করা হয়েছে, সিরিশ চন্দ্রন নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে। সেখানে দাবি করা হয়েছে, ‘এটি সত্যি’। অর্থাত্ সত্যিই ভারতে দেখা যাবে রোলস রয়েস ফ্যান্টম ট্যাক্সি। টুইটটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তবে অনেকেই জানতে চাইছেন এ সম্পর্কে আসল বিষয়টি কী।