Advertisement
০৪ মে ২০২৪
Viral Video

কেরলে করোনা সচেতনতার কাজ করছে দু’টি রোবটও

করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক পদক্ষেপ বলার পাশাপাশি দিচ্ছে করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য।

করোনাভাইরাস নিয়ে সচেতনতা ছড়াচ্ছে রোবট। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস নিয়ে সচেতনতা ছড়াচ্ছে রোবট। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা 
কোচি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৭:৩৩
Share: Save:

কেরলের কোচির একটি অফিস কমপ্লেক্স। সেখানকার সদর দরজা দিয়ে কেউ প্রবেশে করলেই এগিয়ে আসছে দু’টি রোবট। তাদের একজনের হাতে থাকা প্লেটে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও ন্যাপকিন। অন্যজন দাঁড়িয়ে আছে পাশে। সে করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক পদক্ষেপ বলার পাশাপাশি দিচ্ছে করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য।

এই ভিডিয়ো মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তার পরই রোবটের কাণ্ডে মজেছেন নেটাগরিকরা।

জানা গিয়েছে, রোবট দু’টি তৈরি করেছে কেরলের একটি স্টার্ট আপ সংস্থা অ্যাসিমভ রোবোটিকস। ওই সংস্থার প্রতিষ্ঠাতা সিইও জয়কৃষ্ণণ টি জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রান্ত তথ্য সাধারণের কাছে পৌঁছে দিতেই তৈরি করা হয়েছে এই রোবট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মতোই প্রচার করছে তারা। দেখুন সেই ভিডিয়ো—

‌এখনও অবধি কেরলে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: ২৭৬ ভারতীয় করোনা আক্রান্ত বিদেশে, ইরানেই রয়েছেন ২৫৫ জন

আরও পড়ুন: দেশে আক্রান্ত বেড়ে ১৪৭ : করোনা আপডেট এক নজরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Kerala Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE