Advertisement
E-Paper

প্রেম দিবসে রাজা-রানির বিয়ে দিলেন বেঙ্গালুরুর বাসিন্দারা

সেখানকার কাবন পার্কে আয়োজন করা হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠানের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩২
প্রেমদিবসে রাজা রানির বিয়ে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

প্রেমদিবসে রাজা রানির বিয়ে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দিনটা ছিল ভালবাসার। সেই ভালবাসার দিনেই রাজা ও রানির বিয়ে দিলেন বেঙ্গালুরুর বাসিন্দারা। সেখানকার কাবন পার্কে আয়োজন করা হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠানের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুসজ্জিত পোশাক, মালা পরানো হয়েছে তাদের। বাজছে সানাই। তবে রাজা ও রানি কোনও মানুষ নয়। তারা হল দু’টি ঘোড়া।

রাজা ও রানির বিয়ের আয়োজনের পুরভাগে ছিলেন ভতল নাগরাজ। তিনি একজন সমাজকর্মী ও কন্নড় ভতল পার্টির চেয়ারম্যান। বিয়ের আগে তিনি রাজাকে (পুরুষ ঘোড়া) দিয়েছেন ধুতি ও শার্ট। রানিকে দিয়েছেন শাড়ি ও মঙ্গলসূত্র। সেই বিয়েতে উপস্থিত সকলকে মিষ্টিও খাওয়ানো হয়েছে। ভ্যালেন্টাইন ডে-তে প্রেমের বিরোধকারীদের বার্তা দিতেই তিনি এই কাজ করেছেন বলে জানা গিয়েছে।

তবে রাজা-রানিই প্রথম প্রাণী নয়, যাদের বিয়ে দিলেন ভতল। এর আগে জ্যাকব ও ক্যারোলিন নামের দুই ভেড়ার বিয়ে দিয়েছিলেন তিনি। দেখুন রাজা-রানির বিয়ের ভিডিয়ো—

আরও পড়ুন: ‘প্রেম-বিবাহ করব না’, জোর করে শপথ নেওয়ানো হল কলেজ ছাত্রীদের

আরও পড়ুন: গুজরাতের কলেজে অন্তর্বাস খুলিয়ে হেনস্থা ছাত্রীদের

Bengaluru Viral Video Bizarre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy