Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Viral video

গাঁধীমূর্তির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন নেতা, তা নিয়ে মস্করা নেটিজেনদের!

উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা ফিরোজ খান চন্দৌসি কোতওয়ালির ফওয়ারা চকে গাঁধীর মূর্তিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে কান্নায় ভেঙে পড়েন। চোখে জল নিয়ে বলতে থাকেন, “স্বাধীনতা পাইয়ে দেওয়ার পর এভাবে কেন আপনি আমাদের অনাথ করে চলে গেলেন?”

গাঁধীমূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদছেন ফিরোজ খান। ছবি টুইটার থেকে নেওয়া।

গাঁধীমূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদছেন ফিরোজ খান। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ১৫:৪৭
Share: Save:

গোটা দেশ মহাত্মাগাঁধীর ১৫০তম জন্মবার্ষিকী পালন করল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যত ছবি উঠে এসেছে তার মধ্যে উত্তরপ্রদেশের এক নেতার ছবি সব থেকে বেশি ভাইরাল হয়েছে। শুধু ভাইরাল হওয়াই নয়, সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা রীতিমতো হাসি ঠাট্টা শুরু করেছেন।

উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা ফিরোজ খান চন্দৌসি কোতওয়ালির ফওয়ারা চকে গাঁধীর মূর্তিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে কান্নায় ভেঙে পড়েন। চোখে জল নিয়ে বলতে থাকেন, “স্বাধীনতা পাইয়ে দেওয়ার পর এভাবে কেন আপনি আমাদের অনাথ করে চলে গেলেন?”

শুধু নেতা ফিরোজ খানই নন, তাঁর এক সাগরেদকেও পাশে দাঁড়িয়ে কাঁদতে, চোখের জল মুছতে দেখা যায়। আর এই গোটা এপিসোড ধরা পড়ে ক্যামেরা। পরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। মস্করা শুরু হয়ে যায় ইন্টারনেটে। তৈরি হয় মিম।

আরও পড়ুন : ‘পাগড়ি ছেড়ে দিন’, কানাডিয়ানের মন্তব্যের জবাবে হৃদয় জিতে নিলেন শিখ রাজনীতিবিদ

আরও পড়ুন : ছেলের জন্য ক্যারাম বোর্ডে ‘না’ স্ত্রী’র, তিন তালাক দিলেন স্বামী!

কেউ লিখেছেন, ওনারা কী ‘ড্রাই ডে’-র অভিযোগ জানাচ্ছেন? বেশ কয়েকজন লিখেছেন, ওঁদের অভিনয়ের জন্য অস্কার দেওয়া উচিত। আর একজন টুইটারে মন্তব্য করেছন, ভিআইপি এন্ট্রি দিয়ে এঁদের বিগবসে পাঠানো উচিত। এখানেই থেমে নেই, ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকেই নতুন নতুন মন্তব্য আসছে সোশ্যাল মিডিয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Uttar Pradesh Politician Trolled
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE