Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Mother

ম্যাচের বিরতিতে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন মিজোরামের ভলিবল খেলোয়াড়! মুগ্ধ নেটদুনিয়া

প্রতিযোগিতায় ম্যাচ খেলতে ব্যস্ত থাকলেও বাচ্চার খেয়াল রাখতে ভুল হয় না তাঁর। রাজ্যস্তরের ভলিবল প্রতিযোগিতার ম্যাচের বিরতিতেই বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন তিনি।

বিরতিতে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন ভলিবল খেলোয়াড়। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

বিরতিতে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন ভলিবল খেলোয়াড়। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
আইজল শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৩:১৩
Share: Save:

তিনি রাজ্য স্তরের ভলিবল খেলোয়াড়। আবার সাত মাসের বাচ্চার মা। প্রতিযোগিতায় ম্যাচ খেলতে ব্যস্ত থাকলেও বাচ্চার খেয়াল রাখতে ভুল হয় না তাঁর। রাজ্যস্তরের ভলিবল প্রতিযোগিতার ম্যাচের বিরতিতেই বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন তিনি। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই মিজোরামের ভলিবল খেলোয়াড়কে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।

মিজোরামের ভলিবল খেলোয়াড় লালভেন্তলুয়াঙ্গি। তুইকুম ভলিবল দলের হয়ে অংশ নিয়েছিলেন মিজোরাম স্টেট গেমস ২০১৯-এ। সেখানেই ম্যাচের বিরতিতে খেলোয়াড়দের ক্যাম্পে সাত মাসের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন তিনি। সেই ঘটনার ছবি নিঙ্গলুন হাঙ্গল নামের এক জন পোস্ট করেন নিজের ফেসবুক প্রোফাইল থেকে। ছবি পোস্ট করে ঘটনার বিররণও দেন তিনি। সেই পোস্ট ভাইরাল হতেই লালভেন্তলুয়াঙ্গির মাতৃত্বের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

ছবি ভাইরাল হতে তা নজরে আসে মিজোরাম সরকারের। সেই ছবি দেখে মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া রয়তে লালভেন্তলুয়াঙ্গিকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। খেলার পাশাপাশি মাতৃত্ব সচেতন ওই ভলিবল খেলোয়াড়কে দেখে নেটিজেনরা বলছেন, ‘একেই বলে মায়ের মমতা।’

দেখুন সেই পোস্ট—

আরও পড়ুন: লাইভ: দেশভাগের দায় কংগ্রেসের উপরে কেন? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা তো সাভারকর: আনন্দ শর্মা

আরও পড়ুন: রাজ্যসভায় আজ বিল পাশের পরীক্ষা অমিত শাহদের, লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত বিরোধীরাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mizoram Viral Mother Breastfeeding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE