Advertisement
০৮ অক্টোবর ২০২৪
Israel-Hamas Conflict

হামাস নেতার ভার্চুয়াল বক্তৃতা কেরলের সভায়, ইজ়রায়েল বিরোধী প্রচার ঘিরে তরজা রাজনীতিতে

জামাত-ই-ইসলামির যুব শাখা ‘সলিডারিটি ইউথ মুভমেন্ট’ ওই সভার আয়োজন করেছিল মলাপ্পুরমে। সেখানে হামাসের প্রথম সারির নেতা খালেদ মাশাল ভার্চুয়াল বক্তৃতা করেন।

হামাস নেতান খালেদ মাশাল।

হামাস নেতান খালেদ মাশাল। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৭:৩২
Share: Save:

প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে জনসভার আয়োজন হল কেরলে। শুক্রবার রাতে সংখ্যালঘু অধ্যুষিত মলাপ্পুরম জেলায় আয়োজিত ওই সভায় হামাসের প্রথম সারির নেতা খালেদ মাশাল ভার্চুয়াল বক্তৃতা করেন বলে অভিযোগ।

জামাত-ই-ইসলামির যুব শাখা ‘সলিডারিটি ইউথ মুভমেন্ট’ ওই সভার আয়োজন করেছিল বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। অভিযোগ, ‘সেভ প্যালেস্তাইন’ শীর্ষক ওই সভায় খোলাখুলি ইজ়রালের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালানো হয়। প্রসঙ্গত, হামাসের সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ ‘পলিটিক্যাল ব্যুরো’র চেয়ারম্যান মাশাল ইজ়রায়েলের ভূখণ্ডে একাধিক হামলার পরিকল্পনায় জড়িত বলে তেল আভিভের অভিযোগ।

গত ৭ অক্টোবর গাজ়া থেকে ইজ়রায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তেল আভিভের পাশে দাঁড়িয়েছিলেন। বিদেশ মন্ত্রকের তরফেও ইজ়রায়েলের প্রতি সমর্থন জানিয়ে হামাসের হামলার নিন্দা করা হয়েছিল। এই পরিস্থিতিতে বামশাসিত কেরলে সরাসরি ইজ়রায়েল বিরোধী সভার আয়োজন নিয়ে বিজেপি সরব হয়েছে। বিজেপির কেরল শাখার সভাপতি কে সুরেন্দ্রন শনিবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার কী ভাবে হামাসের মতো একটি জঙ্গি গোষ্ঠীর সমর্থনে জনসভার আয়োজন করতে অনুমতি দিল? অবিলম্বে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে।’’

কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহযোগী ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’ (আইইউএমএল) কোঝিকোড় জেলায় হামাসের সমর্থনে মিছিল করেছে বলেও অভিযোগ বিজেপির। প্রসঙ্গত, প্যালেস্তাইনের সমর্থনে কেরলে ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে আইইউএমএল। একটি সভায় কংগ্রেস সাংসদ শশী তারুরও হাজির ছিলেন। কিন্তু হামাসের সমর্থনে সভায় কোনও প্রচার হয়নি বলে আইইউএমএল নেতৃত্বের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE