‘লাভ জিহাদ’ রুখতে মুসলিমদের নবরাত্রিতে গরবা নাচে যোগ দেওয়ার ব্যাপারে ফের নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এর চেয়েও এক ধাপ এগিয়ে আজ মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নিতেশ রাণে বলেন, তা সত্ত্বেও যদি কোনও মুসলিম যুবক গরবা নাচের অনুষ্ঠানে যোগ দেন, তা হলে উদ্যোক্তারা যেন তাঁর ধর্ম পরিবর্তনের ব্যবস্থা রাখেন।
গেরুয়া সংগঠনগুলির মতে, ন’দিন ধরে চলা গরবা নাচ থেকে ‘লাভ জিহাদের’ সূত্রপাত ঘটে থাকে। ভিএইচপি নেতৃত্বের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, মুসলিম তরুণেরা নিজেদের পরিচয় গোপন রেখে গরবা নাচে যোগ দিয়ে সুযোগ মতো হিন্দু তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সে কারণে ভিএইচপির পক্ষ থেকে আগত তরুণদের পরিচয় পত্র অবশ্যই খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে গরবা নাচের উদ্যোক্তাদের।
ভিএইচপি-র ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অন্য গেরুয়া সংগঠনগুলি। মহারাষ্ট্রের এনডিএ সরকারের মন্ত্রী তথা বিজেপি নেতা নিতেশ রাণের মতে, গরবা নাচের অনুষ্ঠানগুলি ‘লাভ জিহাদের’ আঁতুড়ঘর। তাঁর কথায়, ‘‘মুসলিমেরা মূর্তি পুজোয় বিশ্বাস করে না। তাই একমাত্র লাভ জিহাদের উদ্দেশ্য ছাড়া মুসলিম যুবকদের গরবায় অংশ নেওয়ার কোনও কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না।’’ তাই অনুষ্ঠানে আসা হিন্দু মহিলাদের সতর্ক থাকার পাশাপাশি উদ্যোক্তাদের উদ্দেশে রাণের বার্তা, ‘‘এর পরেও যদি কোনও মুসলিম যুবক গরবাতে যোগ দেন, তা হলে ধরে নিতে হবে সেই ব্যক্তি হিন্দু ধর্ম গ্রহণে রাজি আছেন। তাই অনুষ্ঠানস্থলে ধর্ম পরিবর্তনের ব্যবস্থা যাতে থাকে, তার জন্য উদ্যোক্তাদের সঙ্গে কথা বলব। তা ছাড়াআমরা সকলেই তো এক সময়েহিন্দুই ছিলাম।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)