Advertisement
E-Paper

বাবর নামে আপত্তি

জয় শ্রীরাম ধ্বনি। শোভাযাত্রা। গেরুয়া ধ্বজ। রামনবমী উপলক্ষে দিল্লির রামলীলা ময়দান থেকে রামমন্দির নির্মাণের আওয়াজও উঠল। তবে তার আগে সঙ্ঘের মুখপত্র ‘পাঞ্চজন্য’-য় এক সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বললেন, আলোচনার মাধ্যমেই রামমন্দিরের সমাধান হওয়া উচিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০৩:৪৭

জয় শ্রীরাম ধ্বনি। শোভাযাত্রা। গেরুয়া ধ্বজ। রামনবমী উপলক্ষে দিল্লির রামলীলা ময়দান থেকে রামমন্দির নির্মাণের আওয়াজও উঠল। তবে তার আগে সঙ্ঘের মুখপত্র ‘পাঞ্চজন্য’-য় এক সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বললেন, আলোচনার মাধ্যমেই রামমন্দিরের সমাধান হওয়া উচিত।

রামলীলা ময়দানে বিশ্ব হিন্দু পরিষদ যদিও আলোচনার সম্ভাবনা উড়িয়ে মোদী সরকারের উপর চাপ বাড়িয়েছে। তাদের বক্তব্য, সংসদে আইন পাশ করেই রামমন্দিরের পথ প্রশস্ত করতে হবে। পরিষদের দাবি, ‘গোলামি’র প্রতীক বাবরের নামে গোটা দেশে কোনও মসজিদ স্বীকার করা হবে না। এত দিন রামমন্দির মামলায় সক্রিয় সুব্রহ্মণ্যম স্বামীর মতো নেতারা বলে আসছিলেন, অযোধ্যায় রামজন্মস্থল ছেড়ে দূরে যে কোনও জায়গায় মসজিদ হতে পারে। কিন্তু বাবরের নামে আর কোনও মসজিদই গড়তে দিতে নারাজ বিশ্ব হিন্দু পরিষদ।

আরএসএস স্পষ্ট করেছে, রামমন্দির নির্মাণ নিয়ে তাদের নিজস্ব অবস্থান নেই। বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম-সংসদ যা সিদ্ধান্ত নেবে, আরএসএস তা-ই অনুসরণ করবে। আজ রামলীলা ময়দানে যে ‘সঙ্কল্প’ নেওয়া হল, তাতে বলা হল এটা সাধুদেরই মত। পরিষদের নেতা সুরেন্দ্র জৈন বলেন, মোদী ও যোগী রাজে এখন গেরুয়া যুগ। রামভক্তির যুগে যাঁরা রাম ও কৃষ্ণের বিরোধিতা করবেন, এ দেশে তাঁদের স্থান নেই।

Yogi Adityanath Narendra Modi Ram Mandir Vishwa Hindu Parishad Babri Masjid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy