Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

ত্রিপুরায় গুলিতে হত সাংবাদিকের ছেলেকে চাকরি দেবেন মমতা

সুদীপের মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুদীপের মাকে গভীর সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে সব্যসাচী দত্ত। নিজস্ব চিত্র।

সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে সব্যসাচী দত্ত। নিজস্ব চিত্র।

বাপি রায়চৌধুরী
আগরতলা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৭:১৫
Share: Save:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ত্রিপুরার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারের দিকে।

বিধাননগরের মেয়র এবং তৃণমূলের বিধায়ক ও দলের উত্তর-পুর্বাঞ্চলের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে সুদীপের বাড়িতে যান। আগরতলা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের গুলিতে নিহত সাংবাদিক সুদীপের ইন্দ্রনগরের বাড়িতে। তিনি সুদীপের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সুদীপের মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুদীপের মাকে গভীর সমবেদনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

পরে সুদীপের মা পুতুল রানি দত্ত ভৌমিক বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুদীপের ছেলেকে সরকারি চাকরি দেবেন বলেছেন।’’

সব্যসাচীবাবু সুদীপের স্ত্রী এবং মাকে জানিয়েছেন রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে যাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলায় আসতে পারেননি। সাহায্য হিসেবে সুদীপের স্ত্রীর হাতে সরকারের তরফে কিছু টাকা তুলে দেন সব্যসাচীবাবু।

গত ২১ নভেম্বর আগরতলার আর কে নগরে ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বিতীয় বাহিনীর সদর দফতরে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করা হয়। সেই ঘটনা সম্পর্কে সব্যসাচীবাবু বলেন, ‘‘এই রাজ্যে যারা রক্ষক, তারাই ভক্ষক। যারা এই খুনের ঘটনায় জড়িত, তারাই এই ঘটনার তদন্ত করছে। তাই এর উপরে কোনও ভরসা বা বিশ্বাস নেই আমার। এই তদন্ত একটা প্রহসন।’’

আরও পড়ুন: দিল্লিতে মহিলা বিচারককে অপহরণের চেষ্টা ট্যাক্সিচালকের

এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর ত্রিপুরা সরকারের তরফে ঘোষণা করা হয়, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অর্থসাহায্য করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE