Advertisement
০৫ মে ২০২৪

যখন খুশি হামলা চালাতে পারি, হুঙ্কার সালাউদ্দিনের

মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে শনিবারই যদিও নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দাবি করেছিলেন সালাউদ্দিন। কিন্তু গত কালের সাক্ষাৎকারে সালাউদ্দিন স্বীকার করে নিয়েছেন, তিনি ও তাঁর সংগঠনের আসল কাজ হল ভারতে সন্ত্রাস চালানো।

সৈয়দ সালাউদ্দিন। ছবি: পিটিআই।

সৈয়দ সালাউদ্দিন। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০৪:০৯
Share: Save:

তাঁকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ আখ্যা দিয়েছিল আমেরিকা। সেই ঘোষণার সাত দিনের মধ্যেই এ বার নিজের মুখে জঙ্গি কাজকর্মের কথা স্বীকার করে নিলেন হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন। পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন জানিয়েছেন, কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে রয়েছে তাঁর সংগঠন। এর সঙ্গেই সালাউদ্দিনের হুঙ্কার, ‘‘ভারতের যে কোনও জায়গায় যখন খুশি হামলা চালাতে পারি।’’ জঙ্গি সংগঠনের নেতা স্বীকার করে নেন, পাকিস্তান থেকে সরাসরি সাহায্য পান তাঁরা। সালাউদ্দিনের এই স্বীকারোক্তিতে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের নতুন করে মুখ পুড়ল বলেই মনে করছে নয়াদিল্লি।

গত ২৬ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা আগে সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দেয় আমেরিকা। ভারত স্বাগত জানালেও, বিরোধিতা করে পাকিস্তান জানিয়েছিল, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার লড়াইয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের এমন জঙ্গি তকমা দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আর আজ সালাউদ্দিনের সাক্ষাৎকার দেখে স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, ভারত এত দিন বিশ্বকে যা জানাতে চেয়েছে, সালাউদ্দিন সেটা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন।

মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে শনিবারই যদিও নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দাবি করেছিলেন সালাউদ্দিন। কিন্তু গত কালের সাক্ষাৎকারে সালাউদ্দিন স্বীকার করে নিয়েছেন, তিনি ও তাঁর সংগঠনের আসল কাজ হল ভারতে সন্ত্রাস চালানো। ৭১ বছরের হিজবুল নেতার মন্তব্য, ‘‘আমাদের সংগঠন এতটাই দক্ষ যে চাইলে ভারতের যে কোনও জায়গায়, যখন খুশি হামলা চালাতে পারি। ভারতেও আমাদের প্রচুর সমর্থক রয়েছে।’’ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সালাউদ্দিন সম্ভবত এ দেশে হিজবুলের যে স্লিপার সেল রয়েছে তার বিষয়ে বলতে চেয়েছেন। হুরিয়ত নেতাদের সঙ্গেও এদের যোগাযোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

সালাউদ্দিনের দাবি, ‘‘কাশ্মীরকে স্বাধীন করার লড়াই চলবে।’’ সেই লক্ষ্যে পৌঁছাতে কাশ্মীরে আরও আত্মঘাতী বাহিনী পাঠানোরও হুমকি দেওয়া হয়েছে। সালাউদ্দিন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কেনেন তাঁরা। যে যেখানে চাইবেন, সেখানে অস্ত্র পৌঁছে দেওয়ার ক্ষমতা তাঁদের রয়েছেন বলে দাবি করেন হিজবুল নেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE