Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Wedding Card

অণু, পরমাণু, অ্যাক্টিভেশন এনার্জি! ‘রাসায়নিক’ বিয়ের চিঠি ভাইরাল

নববিবাহিত এক দম্পতি নজর কেড়েছেন তাঁদের বিয়ের অভিনবআমন্ত্রণ পত্রের জন্য। বিয়ের চিঠিজুড়ে শুধুই রসায়ন, তবে এই রসায়ন হল রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি।

দুই পরমাণু মিলে তৈরি হল অণু। ছবি প্রতীকী।

দুই পরমাণু মিলে তৈরি হল অণু। ছবি প্রতীকী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৪১
Share: Save:

এ বছরের বিয়ের মরশুমে তাক লাগাচ্ছেন অনেকেই। কারও বিয়ের খানাপিনা আলোচনার বিষয় হলে কারও বিয়ের আলোচনার বিষয় হচ্ছে অতিথি তালিকা। সম্প্রতি কেরলে নববিবাহিত এক দম্পতি নজর কেড়েছেন তাঁদের বিয়ের অভিনবআমন্ত্রণ পত্রের জন্য। বিয়ের চিঠিজুড়ে শুধুই রসায়ন, তবে এই রসায়ন হল রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি।

গত ১৪ ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরম সাত পাকে বাঁধা পড়েছেন সূর্য ও ভিথুন। বিয়ের আমন্ত্রণ পত্রে তাঁদেরকে চিহ্নিত করা হয়েছে দুটি পরমাণুরূপে। দু’জনের নামের আদ্যক্ষর দিয়ে পরমাণুদের নাম দেওয়া হয়েছে ‘এসএ’ ও ‘ভিএন’। তাদের বিয়ে হওয়ার স্থানকে উল্লেখ করা হয়েছে ‘ল্যাবরেটরি’ বলে। বিয়ের দিনকে লেখা হয়েছে ‘রিঅ্যাকশন অন’।

বিয়ের আমন্ত্রণ পত্রে লেখা বার্তাতেও ছড়িয়ে পড়ছে কেমিস্ট্রির ঝাঁঝ। সেখানে লেখা হয়েছে- ‘ভিথুন ও সূর্য পরমাণু বাবা-মার কাছ থেকে পাওয়া অ্যাক্টিভেশন এনার্জি (আশীর্বাদ)-কে কাজে লাগিয়ে অণুতে পরিণত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনার উষ্ণ প্রতিক্রিয়া-সহ এই বন্ধন অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ রইল।’

আরও পড়ুন: ওজন বেড়ে গিয়েছে, নিশানা এখন রাহুলই

বিয়ের আমন্ত্রণের এই বিশেষত্বই নজর কেড়েছে নেটদুনিয়ার। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরও বিয়ের আমন্ত্রণ পত্রটি পোস্ট করে নব দম্পতিকে আশীর্বাদ করেছেন। গ্লাম্যারের ঝলক ও অর্থের ওজনদারি ছাড়াও কেবল চিন্তাভাবনার নতুনত্বও যে কোনও বিয়েকে বিখ্যাত করতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল এই‘রাসায়নিক’ আমন্ত্রণ পত্র।

আরও পড়ুন: সনিয়ার প্রকল্পে গিয়ে দোষ তাঁকেই

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala Couple Chemistry on Wedding Card Innovative
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE