Advertisement
০৮ মে ২০২৪
Sukanta Majumder

BJP: পশ্চিমবঙ্গে বেহাল দল, সিকিমের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে সুকান্ত

সূত্রের মতে, রাজ্যে পুর ভোটের আগে দলের ভাঙন আটকানো, টিকিট বণ্টনের বিষয়গুলি নিয়েও কথা হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৬:০৩
Share: Save:

সামনে পুর ভোট। অথচ আজ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ২০২৩ সালের সিকিমের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সিকিমের দায়িত্বে থাকা সুকান্ত মজুমদার। আজ সুকান্তবাবুর ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হয়েছে, দিনভর সিকিম নিয়ে বৈঠক করেছেন রাজ্য সভাপতি। যদিও সূত্রের মতে, রাজ্যে পুর ভোটের আগে দলের ভাঙন আটকানো, টিকিট বণ্টনের বিষয়গুলি নিয়েও কথা হয়েছে।

গতকাল সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন সুকান্ত। আজ বিজেপি দফতরে গিয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সিকিম নিয়ে আলোচনা করেছেন বলে জানানো হয়। যদিও বিজেপি সূত্র জানিয়েছে, রাজ্যে দলের ভাঙন কী ভাবে রোখা যায়, তা নিয়েও কথা হয়েছে। এ ছাড়া পুরভোটে সুষ্ঠু ভাবে আসন বণ্টনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে আসন বিক্রির যে অভিযোগ দলের মধ্য থেকে উঠেছে, সেই আবহে বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sukanta Majumder BJP sikkim West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE