‘‘আমি বাড়ি ফিরতে চাই। আমি মরে যাব...’’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে সমাজমাধ্যমে ভারতীয় এক যুবকের এমনই বার্তা ছড়িয়ে পড়েছিল। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস। এ বার সেই ভিডিয়োয় প্রতিক্রিয়া দিলেন সৌদি আরব কর্তৃপক্ষ। ভিডিয়োটি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন তাঁরা।
সৌদি আরবের পূর্ব প্রদেশের পুলিশ ওই ভাইরাল ভিডিয়োর কথা উল্লেখ করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে। সেখানে দাবি করা হয়, ওই প্রবাসী নিজের দেশে ফিরে যাওয়ার যে ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তা ভিত্তিহীন। সমাজমাধ্যমে তাঁর পেজের ‘ভিউ’ বাড়ানোর উদ্দেশেই এই ধরনের ভিডিয়ো করেছিলেন।
দিন কয়েক আগে সমাজমাধ্যমে ওই যুবকের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োয় দেখা যায়, চারপাশে ধূ ধূ মরুভূমি। তার মাঝে উটের গলায় লাগানো দড়ি ধরে হাঁটছেন ওই যুবক। ভিডিয়োবার্তায় তিনি দাবি করেন, তাঁর ইচ্ছার বিরুদ্ধে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্ট। তিনি এখন বাড়ি ফিরতে চান। কিন্তু পারছেন না। তাঁর কথায়, ‘‘আমার গ্রাম এলাহাবাদে। আমি সৌদি আরবে এসেছিলাম। আমার পাসপোর্ট রয়েছে কপিলের কাছে। আমি তাঁকে বলেছিলাম, আমি বাড়ি ফিরতে চাই, আমার পাসপোর্ট ফিরিয়ে দিতে। কিন্তু তিনি তা করেননি। উল্টে আমাকে খুনের হুমকি দিয়েছেন।’’ তবে কে এই কপিল, তা ভিডিয়োয় স্পষ্ট করেননি ওই যুবক।
আরও পড়ুন:
ওই যুবকের অনুরোধ, ‘‘আপনারা আমাকে সাহায্য করুন। দয়া করে সাহায্য করুন। মরে যাব আমি। আপনার ভিডিয়ো প্রচুর শেয়ার করুন, যাতে তা প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) কাছে পৌঁছোয়।’’ ভিডিয়োটি নজরে আসতে প্রতিক্রিয়া দেয় সৌদি আরবে থাকা ভারতীয় দূতাবাস। তাদের বক্তব্য, তারা ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করছে। সৌদি আরবের কোথায় তিনি রয়েছেন, ভিডিয়োয় সেই সম্পর্কিত কোনও তথ্য নেই। সেই কারণে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না। সকলের কাছে তথ্য দেওয়ার আবেদনও করে। সেই ঘটনার দিন দুয়েকের মধ্যেই সৌদি আরবের পুলিশ-প্রশাসন ওই যুবকের ভিডিয়ো নিয়ে অবস্থান স্পষ্ট করল।