Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Delhi Government

শিশুদের সুরক্ষায় এ বার হোয়াটসঅ্যাপকে ব্যবহার করবে কেজরীওয়াল সরকার, সূচনা ১ ফেব্রুয়ারি

শিশুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। নতুন এই ব্যবস্থার উদ্বোধন হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৭:২৪
Share: Save:

শিশুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। নতুন এই ব্যবস্থার উদ্বোধন হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

দিল্লি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবট তৈরি করা হচ্ছে। এই চ্যাটবট চলবে কৃত্রিম মেধার দ্বারা। হোয়াটসঅ্যাপে নারী এবং শিশুদের নিয়ে কোনও অভিযোগ জানানো হলে কৃত্রিম মেধার দ্বারা তৎক্ষণাৎ উত্তর দেবে ওই চ্যাটবট। আর সরকারের কন্ট্রোল রুমেও সঙ্গে সঙ্গে নথিবদ্ধ হয়ে যাবে অভিযোগ। এতে খুব দ্রুত পদক্ষেপ করা যাবে বলে মনে করছে আপ সরকার।

দিল্লি প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, শিশু, নারী এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীদের সুরক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অভিযোগকারীর সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে বলে দাবি করেছেন তিনি। দিল্লির শিশু সুরক্ষা এব‌ং অধিকার কমিশন একটি স্বশাসিত সংস্থা। তবে এটির পরিচালনার ভার ন্যস্ত থাকে দিল্লি সরকারের উপরেই। মূলত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদির মানোন্নয়নে কাজ করে এই সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE