চেন্নাইয়ের আইসিএফ কারখানা থেকে চাকা এনে ত্রুটি মেরামত করতে হচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। মঙ্গলবার করমণ্ডল এক্সপ্রেসের লাগেজ ভ্যানে এসে পৌঁছয় ওই ট্রেনের এক জোড়া চাকা। একই সঙ্গে এ দিনই চেন্নাই থেকে এসে পৌঁছেছে বন্দে ভারত এক্সপ্রেসের ষোলো কোচের একটি অতিরিক্ত রেক। আজ, বুধবার ওই নতুন রেকের মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা।
চাকার ত্রুটির জন্য সোম এবং মঙ্গলবার হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালানো যায়নি। তার বদলে যুবা এক্সপ্রেসের রেক ওই একই সময়ে চালানো হয়। আজ, বুধবার ওই বন্দে ভারত এক্সপ্রেস সাপ্তাহিক রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকে। মেরামতির জন্য ওই সময় কাজে লাগানোর চেষ্টা চলছে বলে রেল সূত্রে খবর। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘বৃহস্পতিবার থেকে ট্রেন ফের আগের মতোই ছুটবে বলে আশা করছি।’’
রেল সূত্রের খবর, গত রবিবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়ার কিছু পরেই বিকট শব্দ হলে ট্রেন থামিয়ে চাকা পরীক্ষা করতে গিয়ে সি-১৪ কোচের নীচে চাকায় সমস্যা ধরা পড়ে। রেল জানিয়েছে, দু’প্রান্তের চাকায় বুলেটের আঘাতে হওয়া ছিদ্রের মতো ফুটো ধরা পড়ে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় একদিকের চাকার ত্রুটি কিছুটা মেরামত করা সম্ভব হয়। অন্য প্রান্তের চাকায় ক্ষতি তুলনায় কম হওয়ায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে চালিয়ে ট্রেনটিকে ফেরত আনা হয়। পরে চাকা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)