জম্মু, পঞ্জাব এবং রাজস্থানে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু সেই সব ড্রোন আকাশেই ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনার তরফে এ বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, পাকিস্তানের হামলা সম্পূর্ণ ভাবে রুখে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জম্মু, পঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করতে সেনার বেশ কয়েকটি সামরিক অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মধ্যে সর্বাগ্রে রয়েছে এস ৪০০ ট্রায়াম্ফ। সূত্রের খবর, এস ৪০০ ছাড়াও পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে এল-৭০ বন্দুক, জ়ু-২৩এমএম অ্যান্টি এয়ারক্রাফ্ট বন্দুক এবং শিল্কা প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়াও ‘আনম্যান্ড এরিয়াল সিস্টেম’ (ইউএএস)-কেও কাজে লাগানো হয়েছিল।
এল-৭০: স্বল্প উচ্চতায় প্রতিপক্ষের কোনও ড্রোন, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র এলেই তা দ্রুত চিহ্নিত করে গুলি করে নামায়। এটি ৪০ এমএম ‘অ্যান্টি এয়ারক্রাফ্ট’ বন্দুক। এই বন্দুকটি তৈরি করে বফর্স। নিশানায় নিখুঁত ভাবে হামলা করার জন্য এই বন্দুকটিকে অত্যাধুনিক করা হয়েছে।
জ়ু-২৩ এমএম: এটি দুই ব্যারেলযুক্ত সোভিয়েত জমানার ‘অ্যান্টি এয়ারক্রাফ্ট’ বন্দুক। এর মারণক্ষমতা অনেক বেশি। খুব অল্প উচ্চতায় প্রতিপক্ষের কোনও ড্রোন, ক্ষেপণাস্ত্র এলেই সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে ধ্বংস করে।
শিল্কা: এটি জেডএসইউ-২৩-৪ নামেও পরিচিত। রেডার পরিচালিত ‘অ্যান্টি এয়ারক্রাফ্ট’ বন্দুক এটি। ড্রোন ধ্বংস করতে এই প্রতিরক্ষা ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে সূত্রের খবর।