অমিত শাহ কোথায়? খাস রাজধানীতে নজিরবিহীন পুলিশ বিক্ষোভ নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন কোথায় তিনি? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের পর থেকেই বিজেপির ঘরোয়া মহলে বল্লভভাই পটেলের সঙ্গে তুলনা করা হচ্ছিল অমিত শাহকে। সেই তাঁর নাকের ডগায় আজ যে ভাবে দিল্লি পুলিশের বিদ্রোহের আভাস পাওয়া গেল, তা থামাতে তিনি কেন ব্যর্থ হলেন, তা নিয়ে জবাব চেয়েছে কংগ্রেস আর আম আদমি পার্টি।
নরেন্দ্র মোদীর সরকারের আমলে সিবিআই কর্তাদের মধ্যে লড়াই দেখেছে দেশবাসী। সাক্ষী থেকেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে সংঘাতেরও। এ বার দিল্লি পুলিশের পদস্থ কর্তা বনাম নিচুতলার কর্মীদের প্রকাশ্য বিক্ষোভে কার্যত অচলাবস্থা তৈরি হল গোটা দিল্লি জুড়ে। দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক বাহিনীর শীর্ষে থাকলেও, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় বাহিনীর রাজনৈতিক প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার কথায়, ‘‘স্বাধীনতার ৭২ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি। দিল্লিতে পুলিশকে প্রতিবাদে নামতে হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সারা দিন কোথায়?’’
দীর্ঘ দিন ধরে দিল্লি পুলিশের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে সরব অরবিন্দ কেজরীবালের দল। আজ অমিতকে সরাসরি আক্রমণ শানিয়েছেন আপ নেতৃত্ব। দলের নেতা রাঘব চড্ডা বলেন, ‘‘অন্য কোনও রাজ্য হলে এটা সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার পরিস্থিতি হিসেবে গণ্য হত। দল জানতে চায় এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়?’’