Advertisement
০২ জুন ২০২৪

মৃত্যুর আগে প্রত্যুষাকে কেন চড় মেরেছিলেন রাহুল?

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে নয়া মোড়। জানা গিয়েছে, গত শুক্রবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাহুলের সঙ্গেই নাকি শপিং মলে গিয়েছিলেন নায়িকা। সেখানে তাঁদের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। এমনকী প্রত্যুষাকে রাগের মাথায় হঠাত্ই চড় মারেন রাহুল!

তখন সুখের সময়। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

তখন সুখের সময়। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ২০:১৪
Share: Save:

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে নয়া মোড়। জানা গিয়েছে, গত শুক্রবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে রাহুলের সঙ্গেই নাকি শপিং মলে গিয়েছিলেন নায়িকা। সেখানে তাঁদের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। এমনকী প্রত্যুষাকে রাগের মাথায় হঠাত্ই চড় মারেন রাহুল! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাহুলের আঘাতে মেঝেতে পড়ে যান প্রত্যুষা। পাশে দাঁড়িয়ে তখনও রাহুল তাঁর সঙ্গে খারাপ ভাষায় কথা বলছিলেন। এমনকী তাঁকে উঠে দাঁড়াতে সাহায্যও করেননি। এর কয়েকঘন্টার মধ্যেই কান্দিভ্যালির ফ্ল্যাটে প্রত্যুষার রহস্যজনক মৃত্যু হয়। চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করার পরই মোবাইল বন্ধ করে দেন রাহুল।

পুলিশের কাছে রাহুল জানিয়েছেন, মুম্বইতে তাঁরা একটি দু’কামরার ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটের একটি চাবি তাঁর কাছে এবং একটি প্রত্যুষার কাছে থাকত। রাহুলের দাবি, শুক্রবার তিনি ফ্ল্যাটে ঢুকে প্রত্যুষাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। এরপরেই ভয় পেয়ে সাহায্য চাইতে তিনি প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীদের সাহায্যে প্রত্যুষাকে নামিয়ে তিনি হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন রাহল। রাহুলের দাবি, তিনি ভেবেছিলেন প্রত্যুষা বেঁচে আছেন।

রাহুলের আরও দাবি, ভয় পেয়ে গিয়েই তিনি পুলিশকে খবর দেননি। হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে প্রত্যুষার মৃত্যুর খবর জানান। তবে রাহুল যাই বলুন না কেন, দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন

প্রত্যুষার মৃত্যু তুলে দিল অনেক প্রশ্ন…

মৃত্যুর আগে কেন সিঁদুর পরেছিলেন প্রত্যুষা?

প্রত্যুষার মৃত্যুতে শক্ড্, বললেন সলমন!

প্রত্যুষার শেষ ইনস্টাগ্রাম পোস্ট

প্রত্যুষার মৃত্যুতে আটক বয়ফ্রেন্ড

প্রত্যুষা ওখানে তিতান, শোকে পাথর জামশেদপুরের সোনারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE