বিচারপর্বের চূড়ান্ত ধাপটিতে পৌঁছনোর আগেই গাঁধী হত্যা মামলায় নাথুরাম গ়ডসে এবং নারায়ণ দত্তাত্রেয় আপটে-কে ফাঁসিতে ঝোলানো হয়েছিল বলে সুপ্রিম কোর্টে দাবি করলেন অভিনব ভারত নামে একটি ট্রাস্টের সদস্য পঙ্কজ ফডণীস।
গাঁধী হত্যা মামলার পুনর্তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি চলছে সু্প্রিম কোর্টে। সেখানেই ফডণীস হলফনামা দিয়ে বলেছেন, পূর্ব পঞ্জাব হাইকোর্ট গডসে আর আপটের ফাঁসির সাজা ঘোষণা করে ২১ জুন, ১৯৪৯। ওই বছরই ১৫ নভেম্বর দু’জনের ফাঁসি হয়ে যায়।
ফডণীসের বক্তব্য, গডসে এবং আপটের তরফে আপিল করা হয়েছিল প্রিভি কাউন্সিলে। ভারতের আপিল মামলা তখন ব্রিটিশ পার্লামেন্টের প্রিভি কাউন্সিলেই যেত, কারণ ভারতের সু্প্রিম কোর্ট তখনও তৈরি হয়নি। গডসে এবং আপটের আপিলের জবাবে প্রিভি কাউন্সিল ২৬ অক্টোবর জানিয়েছিল, তারা যদি আপিলটি শুনানির জন্য গ্রহণ করে, তবে তা কোনও মতেই ২৬ জানুয়ারি ১৯৫০-আর আগে শেষ হবে না। ২৬ জানুয়ারি থেকে ভারতীয় সুপ্রিম কোর্ট কার্যভার হাতে নেবে। ফলে মামলাটি সেখানেই ওঠা ভাল।
ফডণীসের অভিযোগ, ভারত সরকার সু্প্রিম কোর্টে আপিলের সুযোগ না দিয়েই তড়িঘড়ি ফাঁসি কার্যকর করে। বিচারের শেষ ধাপটি বাকি ছিল বলেই তাঁর দাবি।