২১ বছরের এক তরুণীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় অভিযু্ক্ত প্রেমিকের স্ত্রীও। ঝাড়খণ্ডের দুমকায় সিতাসাল গ্রামে এই ঘটনা হয়েছে। আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন মাকু মুর্মু। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। মাকুর স্বামী বছর কয়েক আগে মারা গিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর ধরে অভিযুক্ত মঙ্গল দেহারির সঙ্গে সম্পর্ক রয়েছে মাকুর। সেই নিয়েই ঘটনার দিন বচসা হয়েছিল তিন জনের। শিকারিপাড়া থানার ওসি অমিত লাকরা পিটিআইকে জানিয়েছেন, মাকুর মা ফুলমণি হাঁসদার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে। পাশের রাজ্য পশ্চিমবঙ্গের হাসপাতালে ভর্তি মাকু।
ফুলমণির অভিযোগ থেকে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর মাকুর বাড়িতে যান অভিযুক্ত মঙ্গল এবং তাঁর স্ত্রী। তাঁর সঙ্গে বচসা শুরু হয় দম্পতির। মাকুর বাড়িতে পেট্রোল ছিল। বচসার সময়ে সেই পেট্রোল মাকুর গায়ে ঢেলে দেন দু’জন। তার পরে আগুন জ্বালিয়ে দেন। শনিবার সকালে মঙ্গলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্ত্রী এখনও ফেরার। তাঁর খোঁজ করছে পুলিশ।