Advertisement
E-Paper

নাম বদলে যাচ্ছে মাউন্ট আবুর? মদ, আমিষ নিষিদ্ধ করারও ভাবনা, রাজস্থান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ!

স্থানীয় লোকজন এবং হোটেল ব্যবসায়ীদের অনেকের দাবি, মাউন্ট আবুর একটি আলাদা পরিচয় রয়েছে। রাজস্থানের অন্যতম জনপ্রিয় এই পর্যটনস্থলের নাম পরিবর্তন করলে পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১২:৪৭
মাউন্ট আবু। ফাইল চিত্র।

মাউন্ট আবু। ফাইল চিত্র।

মাউন্ট আবুর কি নাম বদলে যাচ্ছে? রাজস্থান সরকার তেমনই সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর। ‘টাইম্‌স অব ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, এই খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যে। ২৩টি সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নেমেছে। তাদের দাবি, পর্যটকদের কাছে পরিচিত মাউন্ট আবুর নাম বদলের সরকারি সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।

সূত্রের খবর, অনেক দিন ধরেই মাউন্ট আবুর নাম বদলের আলোচনা চলছে স্থানীয় প্রশাসনিক স্তরে। মাউন্ট আবুর একটি নামও প্রস্তাব করা হয়েছে। নাম বদল হলে নতুন নাম হবে ‘আবু রাজ তীর্থ’। সূত্রের খবর, শুধু নাম বদলই নয়, মাউন্ট আবুর কাছে মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হবে। ২০২৪ সালের অক্টোবরে নাম বদলের ভাবনা নিয়ে স্থানীয় প্রশাসনিক স্তরে আলোচনা হয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় স্বশাসিত বিভাগ গত ২৫ এপ্রিল মাউন্ট আবু পুরনিগমকে এ প্রসঙ্গে একটি চিঠিও পাঠায়। ওই চিঠিতে নাম বদলের প্রস্তাব করা হয়েছে। আর তার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। হোটেল-সহ বেশ কয়েকটি সংগঠনের অভিযোগ, পর্যটকদের কাছে এটি মাউন্ট আবু নামেই বেশি জনপ্রিয়। যদি নাম বদল হয়, তা হলে এর জনপ্রিয়তায় ভাটা পড়বে। স্থানীয়দের অভিযোগ, মাউন্ট আবুর নাম পরিবর্তনে স্থানীয় বিধায়ক এবং মন্ত্রীর সমর্থন রয়েছে। সূত্রের খবর, বিধানসভায় এক বিধায়ক মাউন্ট আবুর নাম বদলের প্রস্তাব দিয়েছেন। মে মাসের তৃতীয় সপ্তাহে আউন্ট আবু দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সূত্রের খবর, তার পরই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

স্থানীয় লোকজন এবং হোটেল ব্যবসায়ীদের অনেকের দাবি, মাউন্ট আবুর একটি আলাদা পরিচয় রয়েছে। রাজস্থানের অন্যতম জনপ্রিয় এই পর্যটনস্থলের নাম পরিবর্তন করলে পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে পারে। মাউন্ট আবু হোটেল সংগঠনের সচিব সৌরভ গঙ্গাদিয়া বলেন, ‘‘যদি সরকার মাউন্ট আবুর নাম পরিবর্তন করেন, তা হলে পর্যটন ব্যবসা ভেঙে প়ড়বে এখানে। তা ছাড়া মদ এবং আমিষ নিষিদ্ধ করার যে ভাবনা চলছে, তার জেরেও প্রভাব পড়বে পর্যটনে।’’

Mount Abu Rajasthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy