বিজেপি নয়, তাঁদের নির্বাচনী শরিক বিপিএফ ও অগপকে নিয়ে অসমে সরকার গঠনের আশা করছে এআইইউডিএফ।
দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল আজ জানান, বিজেপিকে সমর্থন বা তাঁদের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করার কথা ভাবছেন না। তবে মানুষ চাইলে কংগ্রেসের সঙ্গে মিত্রতায় আপত্তি নেই।
তাঁর অনুমান, এ বার বিজেপির আসন বাড়বে। অগপ-বিপিএফকে নিয়ে ৪০টি আসন পেয়ে যেতে পারে তাঁরা। তবে এতে কোনও লাভ হবে না। বিশেষ করে, নিম্ন অসমে গেরুয়া দলটিকে দু-একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কারণ সেখানে তাঁদের কোনও জনভিত্তি নেই। বিজেপি বরং কংগ্রেসের ভোট কেটে পরোক্ষে এআইইউডিএফ-কে সুবিধা করে দিচ্ছে। আজমলের দাবি, কংগ্রেসের পক্ষেও একা সরকার গড়ার পরিস্থিতি থাকবে না। সে ক্ষেত্রে এআইইউডিএফ-ই হবে ‘কিং-মেকার’। তাঁর আশা, বরাক উপত্যকায় এআইইউডিএফ ৯টি আসন পাবে। ব্রহ্মপুত্রে আরজেডি-জেডিইউকে নিয়ে আরও ১৯টি আসন মিলবে।