কন্যার স্নানের এবং পোশাক বদলানোর ছবি এবং ভিডিয়ো করতেন মা। তার পর সেই সব ভিডিয়ো আর ছবি পরিবারের অন্য সদস্য, আত্মীয়, বন্ধুদের পাঠাতেন। এমনকি সমাজমাধ্যমেও ছাড়তেন। অভিযোগ, দীর্ঘ দিন ধরে গোপনে এই কাজ করে চলেছিলেন মহিলা। এক আত্মীয়ের মোবাইলে নিজের ভিডিয়ো দেখে চমকে ওঠে কিশোরী। তার পরই নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সে। কন্যার অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি পুণের ভিবড়েওয়াড়ি এলাকার। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ে। অভিযোগ, তার মা গোপনে তার স্নানের এবং পোশাক বদলানোর ছবি ও ভিডিয়ো তুলতেন। পুলিশ জানতে পেরেছে, বাড়িওয়ালার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে অভিযুক্ত মহিলার। সেটি তাঁর কন্যা জানতে পেরেছিলেন। কিন্তু বিষয়টি যাতে কন্যা ফাঁস করে না দেয়, তার জন্য তাকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করেন।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরে কিশোরীর স্নানের এবং পোশাক বদলানোর ছবি এবং ভিডিয়ো তুলছিলেন মহিলা। সম্প্রতি এক আত্মীয় ওই কিশোরীকে জানান যে, তাঁর বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। শুধু তা-ই নয়, ওই আত্মীয়ের মোবাইলেও সেই ভিডিয়ো এবং ছবি দেখতে পায় কিশোরী। বিষয়টি জানার পর দিশাহারা হয়ে পড়ে সে। তার পর এক আত্মীয়ের সহযোগিতায় পুলিশের দ্বারস্থ হয় সে। পুলিশের কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানায়। তার পর গ্রেফতার করা হয় মহিলাকে।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি জানতে পেরেই মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে শহর ছেড়ে পালান। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।