ডাক্তার দেখানোর বাহানায় স্বামীকে আসতে বলেছিলেন স্ত্রী। তিনি আগেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ডাক্তারখানায় না গিয়ে মাঝপথেই প্রেমিকের সঙ্গে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। বাইক নিয়ে ডাক্তারখানার উদ্দেশে যাচ্ছিলেন যুবক। মাঝপথে অপেক্ষায় থাকা স্ত্রী এবং তাঁর প্রেমিক ওই যুবককে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
ঘটনাটি বিহারের অওরঙ্গাবাদের। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পূ্জা। স্বামীকে গাড়িচাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, প্রেমিক কমলেশ যাদবের সঙ্গে মিলে স্বামী বিক্কুকে খুন করেছেন পূজা।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর তারা জানতে পেরেছে, বিক্কুকে পরিকল্পনা করেই ডাক্তারখানায় ডাকা হয়েছিল। আগে থেকেই প্রেমিক কমলেশ তাঁর গাড়ি নিয়ে রাস্তায় অপেক্ষা করছিলেন। বিক্কুকে দেখামাত্রই গা়ড়ির গতি বাড়িয়ে দেন। তার পর পিছন থেকে তাঁকে ধাক্কা মারেন। সেই ধাক্কায় ছিটকে পড়েন বিক্কু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পথচারীরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই একটি গাড়িকে চিহ্নিত করে তারা। গাড়িটিকে ওই যুবককে পিছন থেকে ধাক্কা মারতে দেখা যায়। সেই গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে তদন্তে নেমে বিক্কুর স্ত্রীকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।