স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন স্ত্রী। শুধু সেই সম্পর্কের কথা জানাই নয়, প্রেমিকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের প্রমাণও তাঁর হাতে এসেছিল। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বামী জেনে ফেলেছেন, বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। কী ভাবে সেই প্রমাণ নষ্ট করে দেওয়া যায়, তার পরিকল্পনা করতে থাকেন।
জানা গিয়েছে, মহিলার সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তাঁর স্বামীর ফোনে ছিল। সেই ছবি মুছে দেওয়ার নানা ভাবে চেষ্টা করেও সফল হননি মহিলা। শেষমেশ সেই প্রমাণ নষ্ট করার জন্য গুন্ডা ভাড়া করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবনা তেমন কাজ। মোটা টাকার বিনিময়ে দুই গুন্ডাকে স্বামীর ফোন ছিনিয়ে নেওয়ার ভার দেন মহিলা। কোন পথে, কখন স্বামী যাতায়াত করেন, সেই তথ্যও দিয়ে দেন তিনি। তার পরই মহিলার স্বামীকে কয়েক দিন ধরে অনুসরণ করতে থাকে দুই ভাড়াটে গুন্ডা।
পুলিশ সূত্রে খবর, কোন জায়গায় নির্বিঘ্নে ফোন ছিনতাই করা যাবে, সেটি চিহ্নিত করে গুন্ডারা। তার পর ‘অপারেশনে’ নামে তারা। অনুসরণ করতে করতে তাঁদের বেছে নেওয়া জায়গায় মহিলার স্বামী পৌঁছোতেই তাঁকে ঘিরে ধরে তারা। তার পর তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালায়। দুই গুন্ডা মুখোশ পরে আসায় তাঁদের চিনতে পারেননি বলে জানিয়েছেন মহিলার স্বামী। তবে যে বাইকে করে গুন্ডারা এসেছিল, সেটির নম্বর দেখে নিয়েছিলেন তিনি। তার পরই থানায় গিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ দুই গুন্ডাকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির ফোন কেড়ে নেওয়ার জন্য তাঁর স্ত্রী-ই তাদের ভাড়া করেছিলেন। ধৃতেরা আরও জানিয়েছে, মহিলার সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল তাঁর স্বামীর মোবাইলে। সেই ছবি মুছে ফেলার জন্য ফোন ছিনতাইয়ের পরিকল্পনা করেন মহিলাই। তার পরই মহিলাকে আটক করা হয়। ঘটনাটি দিল্লির সুলতানপুর এলাকার।